মতলব উত্তরে ১৩ ইউপিতে ভোটগ্রহণ চলছে

  • Update Time : ১২:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১
  • / 174

মতলব উত্তর প্রতিনিধি: 

রোববার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মতলব উত্তরের জহিরাবাদ ইউপি ব্যতীত ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪ হাজার ৫ম ৪৩জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৬৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯৬ হাজার ৪শ ৭৮ জন্।

মতলব উত্তরের ১৩টি ইউপিতে এ নির্বাচন হচ্ছে। তবে ইতোমধ্যেই দুর্গাপুর, মোহনপুর ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন ভোট কেন্দ্র ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।

ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন পুলিশ সুপার। ভোটকেন্দ্রের আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ’সহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও কলাকান্দার ৭নং ওয়ার্ডের সাধারণ আসনে একলাছপুরের ৬ নং আসনে,ফতেপুর পশ্চিম ইউপিতে ১,২,৩ নং এর সংরক্ষিত ও ১,২,৩,৬,৭ নং আসনে সদস্য প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু করা হয়েছে এবং ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

প্রাপ্ত তথ্য মতে, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ভোটার সংখ্যা ১৫ হাজার ৪শ ৬ জন । পুরুষ ভোটার ৮ হাজার ১০ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৩ শ ৯৬ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪৫ টি।

ফতেপুর পূর্ব ইউনিয়নে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ ২৪ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৫শ ৬ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৪ শ ১৮ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৫৫ টি।

ফতেপুর পশ্চিম ইউনিয়নে ভোটার সংখ্যা ১৬ হাজার ৮শ ৬৯ জন। পুরুষ ভোটার ৮ হাজার ৫শ ৪৬ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৩ শ ২৩ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪৯ টি।

কলাকান্দা ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৪৮ জন। পুরুষ ভোটার ১১ হাজার ৩শ ৬ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৭ শ ৪২ জন। কেন্দ্র ১০টি ও ভোট কক্ষ ৫৭ টি।

দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান ভোটার সংখ্যা ১৬ হাজার ৮শ ৬৯ জন। পুরুষ ভোটার ৮ হাজার ৫শ ৪৬ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৩ শ ২৩ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪৯ টি।

সুলতানাবাদ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫ হাজার ১শ ৮৭ জন। পুরুষ ভোটার ৭ হাজার ৬শ ৮৬ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৫ শ ৩ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪৫ টি।

জহিরাবাদ ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।

গজরা ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ হাজার ৮শ ১২ জন। পুরুষ ভোটার ৪ হাজার ৯শ ২৬ জন ও মহিলা ভোটার ৪ হাজার ৮ শ ৮৬ জন। কেন্দ্র ৯ টি ও ভোট কক্ষ ২৮টি।

ইসলামাবাদ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ হাজার ৭শ ৬ জন। পুরুষ ভোটার ৬ হাজার ৮শ ৬০ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৮ শ ৪৬ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪০টি।

ষাটনল ইউনিয়নে ভোটার সংখ্যা ১৪ হাজার ৪শ ৬৯ জন। পুরুষ ভোটার ৭ হাজার ৩শ ৩০ জন ও মহিলা ভোটার ৭ হাজার ১ শ ৩৯ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪১ টি।

বাগানবাড়ি ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭ হাজার ২শ ৮৩ জন । পুরুষ ভোটার ৮ হাজার ৯শ ১৭ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৩শ ৬৬ জন। কেন্দ্র ১ টি ও ভোট কক্ষ ৪৮ টি।

ফরাজীকান্দি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩১ হাজার ৭৬ জন । পুরুষ ভোটার ১৫ হাজার ৮শ ২০ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ২শ ৫৬ জন। কেন্দ্র ১৭টি ও ভোট কক্ষ ৮৭ টি।

এখলাছপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১০ হাজার ৭শ ৫৩ জন। পুরুষ ভোটার ৫ হাজার ৫শ ১ জন ও মহিলা ভোটার ৫ হাজার ২শ ৫২ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ২৯টি।

সাদুল্লাপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭ হাজার ৫শ ৯ জন। পুরুষ ভোটার ৮ হাজার ৮শ ৬৭ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৬ শ ৪২ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪৮টি।

Please Share This Post in Your Social Media


মতলব উত্তরে ১৩ ইউপিতে ভোটগ্রহণ চলছে

Update Time : ১২:১৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১

মতলব উত্তর প্রতিনিধি: 

রোববার সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। নারী ও পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মতলব উত্তরের জহিরাবাদ ইউপি ব্যতীত ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪ হাজার ৫ম ৪৩জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮ হাজার ৬৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯৬ হাজার ৪শ ৭৮ জন্।

মতলব উত্তরের ১৩টি ইউপিতে এ নির্বাচন হচ্ছে। তবে ইতোমধ্যেই দুর্গাপুর, মোহনপুর ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন চলাকালীন সময়ে বিভিন্ন ভোট কেন্দ্র ও আশপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।

ভোটকেন্দ্রে আগত ও অবস্থানরত সাধারণ জনগণকে নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন পুলিশ সুপার। ভোটকেন্দ্রের আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ’সহ নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের সর্বদা সজাগ দৃষ্টি ও তৎপরতার সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও কলাকান্দার ৭নং ওয়ার্ডের সাধারণ আসনে একলাছপুরের ৬ নং আসনে,ফতেপুর পশ্চিম ইউপিতে ১,২,৩ নং এর সংরক্ষিত ও ১,২,৩,৬,৭ নং আসনে সদস্য প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু করা হয়েছে এবং ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

প্রাপ্ত তথ্য মতে, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ভোটার সংখ্যা ১৫ হাজার ৪শ ৬ জন । পুরুষ ভোটার ৮ হাজার ১০ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৩ শ ৯৬ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪৫ টি।

ফতেপুর পূর্ব ইউনিয়নে ভোটার সংখ্যা ১৮ হাজার ৯শ ২৪ জন। পুরুষ ভোটার ৯ হাজার ৫শ ৬ জন ও মহিলা ভোটার ৯ হাজার ৪ শ ১৮ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৫৫ টি।

ফতেপুর পশ্চিম ইউনিয়নে ভোটার সংখ্যা ১৬ হাজার ৮শ ৬৯ জন। পুরুষ ভোটার ৮ হাজার ৫শ ৪৬ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৩ শ ২৩ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪৯ টি।

কলাকান্দা ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৪৮ জন। পুরুষ ভোটার ১১ হাজার ৩শ ৬ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৭ শ ৪২ জন। কেন্দ্র ১০টি ও ভোট কক্ষ ৫৭ টি।

দূর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান ভোটার সংখ্যা ১৬ হাজার ৮শ ৬৯ জন। পুরুষ ভোটার ৮ হাজার ৫শ ৪৬ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৩ শ ২৩ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪৯ টি।

সুলতানাবাদ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৫ হাজার ১শ ৮৭ জন। পুরুষ ভোটার ৭ হাজার ৬শ ৮৬ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৫ শ ৩ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪৫ টি।

জহিরাবাদ ইউনিয়নের নির্বাচন স্থগিত রয়েছে।

গজরা ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ হাজার ৮শ ১২ জন। পুরুষ ভোটার ৪ হাজার ৯শ ২৬ জন ও মহিলা ভোটার ৪ হাজার ৮ শ ৮৬ জন। কেন্দ্র ৯ টি ও ভোট কক্ষ ২৮টি।

ইসলামাবাদ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ হাজার ৭শ ৬ জন। পুরুষ ভোটার ৬ হাজার ৮শ ৬০ জন ও মহিলা ভোটার ৬ হাজার ৮ শ ৪৬ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪০টি।

ষাটনল ইউনিয়নে ভোটার সংখ্যা ১৪ হাজার ৪শ ৬৯ জন। পুরুষ ভোটার ৭ হাজার ৩শ ৩০ জন ও মহিলা ভোটার ৭ হাজার ১ শ ৩৯ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪১ টি।

বাগানবাড়ি ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭ হাজার ২শ ৮৩ জন । পুরুষ ভোটার ৮ হাজার ৯শ ১৭ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৩শ ৬৬ জন। কেন্দ্র ১ টি ও ভোট কক্ষ ৪৮ টি।

ফরাজীকান্দি ইউনিয়নে ভোটার সংখ্যা ৩১ হাজার ৭৬ জন । পুরুষ ভোটার ১৫ হাজার ৮শ ২০ জন ও মহিলা ভোটার ১৫ হাজার ২শ ৫৬ জন। কেন্দ্র ১৭টি ও ভোট কক্ষ ৮৭ টি।

এখলাছপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১০ হাজার ৭শ ৫৩ জন। পুরুষ ভোটার ৫ হাজার ৫শ ১ জন ও মহিলা ভোটার ৫ হাজার ২শ ৫২ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ২৯টি।

সাদুল্লাপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১৭ হাজার ৫শ ৯ জন। পুরুষ ভোটার ৮ হাজার ৮শ ৬৭ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৬ শ ৪২ জন। কেন্দ্র ৯টি ও ভোট কক্ষ ৪৮টি।