হাফ ভাড়ার দাবিতে পুরান ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Update Time : ০১:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • / 153

জবি প্রতিনিধি:

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় পুরান ঢাকার লক্ষীবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাখারী বাজার মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা।

এ সময় ২০ মিনিটের মত রায়সাহেব বাজার মোড় ব্লক করে স্লোগান দেয় শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা পুলিশের গাড়ি, সদরঘাটগামী বাসগুলোর লাইসেন্স চেক করে।

শিক্ষার্থীরা জানান, সরকারের কাছে আমাদের দাবি আমাদের জন্য হাফ পাশ নিশ্চিত করতে হবে। আমাদের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করা হয়, মেয়ে শিক্ষার্থীদের লাঞ্চিত করা হয়, আমাদের দেখলে বাসের দরজা বন্ধ করে দেয়া হয় এগুলো অতিসত্বর বন্ধ করতে হবে।

তারা বলেন, শুধু বিআরটিসি বাসে হাফ দেয়া হয়েছে। এতে আমাদের কোন লাভ হয় নাই কারণ সদরঘাটে বিআরটিসির কোন বাস আসে না। তাই উন্নত দেশগুলোর মত সবধরণের বাসে শিক্ষার্থীদের জন্য হাফ পাশ নিশ্চিত করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নটরডেম কলেজ ছাত্র নাইমসহ সড়কে শিক্ষার্থী মৃত্যুর দ্রুত বিচারের দাবি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media


হাফ ভাড়ার দাবিতে পুরান ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ

Update Time : ০১:৫৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১

জবি প্রতিনিধি:

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় পুরান ঢাকার লক্ষীবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাখারী বাজার মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা।

এ সময় ২০ মিনিটের মত রায়সাহেব বাজার মোড় ব্লক করে স্লোগান দেয় শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা পুলিশের গাড়ি, সদরঘাটগামী বাসগুলোর লাইসেন্স চেক করে।

শিক্ষার্থীরা জানান, সরকারের কাছে আমাদের দাবি আমাদের জন্য হাফ পাশ নিশ্চিত করতে হবে। আমাদের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করা হয়, মেয়ে শিক্ষার্থীদের লাঞ্চিত করা হয়, আমাদের দেখলে বাসের দরজা বন্ধ করে দেয়া হয় এগুলো অতিসত্বর বন্ধ করতে হবে।

তারা বলেন, শুধু বিআরটিসি বাসে হাফ দেয়া হয়েছে। এতে আমাদের কোন লাভ হয় নাই কারণ সদরঘাটে বিআরটিসির কোন বাস আসে না। তাই উন্নত দেশগুলোর মত সবধরণের বাসে শিক্ষার্থীদের জন্য হাফ পাশ নিশ্চিত করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীরা নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও নটরডেম কলেজ ছাত্র নাইমসহ সড়কে শিক্ষার্থী মৃত্যুর দ্রুত বিচারের দাবি জানান।