কারাগারে সন্ধান মিলল নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর

  • Update Time : ০৭:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • / 182

ঢাবি প্রতিনিধি:

অবশেষে পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিখোঁজ ছাত্র হিমেল হামিদ সিকদার কে। নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়ে তিনি এখন কারাগারে। খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক পদে আরেকজনের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় তাঁকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, গত শুক্রবার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে যাওয়ার কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে বের হন হিমেল। এর পর থেকে তিনি নিখোঁজ। এ ব্যাপারে তাঁর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ সোমবার তাঁরা জানতে পারেন হিমেল টাঙ্গাইল কারাগারে।

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি জানান, শুক্রবার টাঙ্গাইল টেক্সাইল ইনস্টিটিউট কেন্দ্রে খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক পদে রেজেয়ানুল হক নামের এক পরীক্ষার্থীর বদলি হিসেবে হিমেল পরীক্ষায় অংশ নেন। কিন্তু প্রবেশপত্রের ছবির সঙ্গে হিমেলের চেহারার মিল না থাকায় তাঁকে আটক করা হয়। পরে হিমেল স্বীকার করেন, তিনি রেজেয়ানুল হকের বদলি হিসেবে পরীক্ষায় অংশ নিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, হিমেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সখীপুরের জামালহাটকুড়া গ্রামের বিল্লাল সিকদারের ছেলে ও ঢাকার সখীপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

Tag :

Please Share This Post in Your Social Media


কারাগারে সন্ধান মিলল নিখোঁজ ঢাবি শিক্ষার্থীর

Update Time : ০৭:২৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১

ঢাবি প্রতিনিধি:

অবশেষে পাওয়া গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিখোঁজ ছাত্র হিমেল হামিদ সিকদার কে। নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়ে তিনি এখন কারাগারে। খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক পদে আরেকজনের হয়ে পরীক্ষায় অংশ নেওয়ায় তাঁকে এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, গত শুক্রবার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে যাওয়ার কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে বের হন হিমেল। এর পর থেকে তিনি নিখোঁজ। এ ব্যাপারে তাঁর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। আজ সোমবার তাঁরা জানতে পারেন হিমেল টাঙ্গাইল কারাগারে।

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি জানান, শুক্রবার টাঙ্গাইল টেক্সাইল ইনস্টিটিউট কেন্দ্রে খাদ্য বিভাগের সহকারী পরিদর্শক পদে রেজেয়ানুল হক নামের এক পরীক্ষার্থীর বদলি হিসেবে হিমেল পরীক্ষায় অংশ নেন। কিন্তু প্রবেশপত্রের ছবির সঙ্গে হিমেলের চেহারার মিল না থাকায় তাঁকে আটক করা হয়। পরে হিমেল স্বীকার করেন, তিনি রেজেয়ানুল হকের বদলি হিসেবে পরীক্ষায় অংশ নিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, হিমেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সখীপুরের জামালহাটকুড়া গ্রামের বিল্লাল সিকদারের ছেলে ও ঢাকার সখীপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।