জাককানইবিতে উইমেন পিস ক্যাফের ‘আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস’ পালন
- Update Time : ১২:২৫:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / 195
মো: শুভ ইসলাম:
গতকাল ১৬ই নভেম্বর, ২০২১ তারিখ বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) এর জয়বাংলা ভাস্কর্যের সামনে ‘অরণ্য উন্মুক্ত পাঠাগার’ এ “আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস ২০২১” উপলক্ষ্যে “Unity Behind Diversity” নামক উইমেন পিস ক্যাফে, জাককানইবি ও অরণ্য জাককানইবি শাখার যৌথ উদ্যোগে পিস আড্ডার মাধ্যমে উদযাপিত হয় দিবসটি।
আয়োজনে উপস্থিত ছিলেন ড. উজ্জ্বল কুমার প্রধান (প্রক্টর, জাককানইবি) এবং অতিথি হিসেবে ছিলেন ড. মেহেদী উল্লাহ (সহকারী অধ্যাপক ফোকলোর বিভাগ, জাককানইবি), নাহিদুল ইসলাম (সহকারী অধ্যাপক,হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, জাককানইবি) ও ফারজানা নাজ স্বর্ণপ্রভা (সহকারী অধ্যাপক, থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগ, জাককানইবি)।
সহিষ্ণুতা দিবসের এই আয়োজন সম্পর্কে ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, “ছাত্র-শিক্ষকদের নিয়ে এই ধরণের আয়োজন আরও হোক। উন্মুক্ত আলোচনার মাধ্যমে আন্তঃসম্পর্ক আরও প্রগাঢ় হোক। আয়োজনের সাথে সম্পৃক্ত সকলকে অনেক ধন্যবাদ।”
নাহিদুল ইসলাম বলেন, ” সহিষ্ণুতা দিবস সম্পর্কে জানতে হলে একইসাথে অসহিষ্ণুতা সম্পর্কেও ধারণা রাখতে হবে, কেন মানুষ অসহিষ্ণু হয়ে পড়ছে এবং কম কথা বলা ও বেশী শোনার চর্চা করতে হবে।অসহিষ্ণুতার চূড়ান্ত রূপই হলো সহিংসতা।”
ড. মেহেদী উল্লাহ বলেন, “সহিষ্ণুতার সাথে মনস্তাত্ত্বিক বিষয় জড়িত। মানুষ যা চায় তা না পেলেই তার মাঝে অবদমন কাজ করে, যা পরবর্তীতে অসহিষ্ণুতায় রূপ নেয়।তাই মানুষের আত্ম প্রবৃত্তিকে সংবরণ করে চলা শিখতে হবে।”
উক্ত আলোচনায় উইমেন পিস ক্যাফের কার্যনির্বাহী সদস্যবৃন্দ সহ অরণ্য সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
তরুণদের মাঝে সহিষ্ণুতা, সমাজের শান্তি প্রতিষ্ঠায় সহিষ্ণুতা সহ সহিষ্ণুতার বিভিন্ন দিক এই আলোচনায় উঠে আসে।
সঞ্চালনায় ছিলেন মেশকাতুল জিনান (সভাপতি, উইমেন পিস ক্যাফে, জাককানইবি)।
অরণ্য সংগঠনের উপদেষ্টা জনাব নাহিদুল ইসলাম এর কবিতা পাঠের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
এছাড়াও আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস উদযাপনের জন্য নির্মিত দেশীয় ঐতিহ্য পাটের তৈরী ব্যানারটি উপস্থিত সকলের বেশ নজর কেড়েছে।প্রাণবন্ত আলোচনায় এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় দিবসটি সুন্দরভাবে উদযাপিত হয়।