১৩০০ ফিলিস্তিনি বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলে

  • Update Time : ১২:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • / 160

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিম তীরে ইসরায়েলি দখলকৃত এলাকায় ফিলিস্তিনিদের জন্য এক হাজার ৩০০ বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। অবৈধভাবে তিন হাজারের বেশি বসতি নির্মাণ নিয়ে নানা সমালোচনা সৃষ্টির পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরাইয়েলি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ১৭০টি বাড়ি নির্মাণের চূড়ান্ত অনুমতি এবং আরও ১ হাজার ১৩৩টি বাড়ি নির্মাণে প্রাথমিক অনুমতি দিয়েছে।

ফিলিস্তিনি এবং মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, নতুন করে অনুমোদন দেওয়া বসতিগুলো প্রয়োজনের তুলনায় কম। যে এলাকায় বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে সেখানে ইসায়েলি সেনাদের পুরোপুরি নিয়ন্ত্রণ। ওই এলাকায় ফিলিস্তিনিদের সাধারণত কোনো বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয় না। এরপরও কোনো স্থাপনা নির্মাণ করা হলে তা গুঁড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা।

গত বুধবার ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষ ১ হাজার ৮০০ ইহুদি বসতি নির্মাণের চূড়ান্ত অনুমতি দিয়েছে। সেইসঙ্গে আরও ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণের প্রাথমিক অনুমতি দেয়।

এরপর যুক্তরাষ্ট্রসহ ১২টি ইউরোপিয়ান দেশ এ সিদ্ধান্ত পরিবর্তন করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়।

Please Share This Post in Your Social Media

১৩০০ ফিলিস্তিনি বসতি নির্মাণের অনুমোদন ইসরায়েলে

Update Time : ১২:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিম তীরে ইসরায়েলি দখলকৃত এলাকায় ফিলিস্তিনিদের জন্য এক হাজার ৩০০ বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। অবৈধভাবে তিন হাজারের বেশি বসতি নির্মাণ নিয়ে নানা সমালোচনা সৃষ্টির পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরাইয়েলি কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ১৭০টি বাড়ি নির্মাণের চূড়ান্ত অনুমতি এবং আরও ১ হাজার ১৩৩টি বাড়ি নির্মাণে প্রাথমিক অনুমতি দিয়েছে।

ফিলিস্তিনি এবং মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, নতুন করে অনুমোদন দেওয়া বসতিগুলো প্রয়োজনের তুলনায় কম। যে এলাকায় বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে সেখানে ইসায়েলি সেনাদের পুরোপুরি নিয়ন্ত্রণ। ওই এলাকায় ফিলিস্তিনিদের সাধারণত কোনো বসতি নির্মাণের অনুমতি দেওয়া হয় না। এরপরও কোনো স্থাপনা নির্মাণ করা হলে তা গুঁড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা।

গত বুধবার ইসরায়েলের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষ ১ হাজার ৮০০ ইহুদি বসতি নির্মাণের চূড়ান্ত অনুমতি দিয়েছে। সেইসঙ্গে আরও ১ হাজার ৩৪৪টি বাড়ি নির্মাণের প্রাথমিক অনুমতি দেয়।

এরপর যুক্তরাষ্ট্রসহ ১২টি ইউরোপিয়ান দেশ এ সিদ্ধান্ত পরিবর্তন করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানায়।