রাজধানীতে রিকশায় ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে শিশু নিহত
- Update Time : ১২:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / 187
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গুলশানে একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশায় থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে একটি শিশু নিহত হয়েছে। তাকে নিয়ে মা-বাবা ও বোন বাসায় ফিরছিল। অন্যরা গুরুতর আহত হয়েছে। নিহত শিশুর নাম মাহজুর রহমান রিহান (৪)।
পুলিশ জানিয়েছে, রবিবার (৩১ অক্টোবর) রাত ১১টায় আমেরিকান দূতাবাসের সামনের সড়কে ইউ-টার্নের সময় এই দুর্ঘটনা হয়েছে।
শিশুটির চাচা আব্দুর রহমান জুয়েল জানান, শাহজাদপুরের ভাড়া বাসা থেকে পরিবারটি নতুন বাজারে কাঁচাবাজার করতে গিয়েছিল। সেখান থেকে ব্যাটারিচালিত রিকশায় বাসায় ফেরার পথে চিনিবাহী ট্রাক ধাক্কা দিলে সবাই রাস্তায় ছিটকে পড়ে আহত হন। চারজনকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশু রিহানকে রাত দেড়টায় মৃত ঘোষণা করেন।
আহত অন্যরা হলো– শিশুটির বাবা আব্দুর রহিম, মা শাহজাদী বেগম (২৫) ও বড় বোন রাহী (৬)। তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত রিহানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার খালিশপুরে। তারা বাবা আব্দুর রহিম একজন মুদি ব্যবসায়ী। তারা শাহজাদপুরে ভাড়া বাসায় থাকে।
গুলশান থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, চিনিবাহী ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। তবে রিকশাচালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। সে রিকশা রেখে পালিয়েছে।