‘ডিইউবিডি-ভ্যাক’ নামে কোভিড-১৯ এর টিকা বানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Update Time : ০৯:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • / 154

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

করোনা ভাইরাসের জন্য ‘ডিইউবিডি-ভ্যাক’ টিকা তৈরি করার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এএফসি এগ্রোবায়োটেকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

করোনা ভাইরাসের টিকার উৎপাদন ও উন্নয়নে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি এগ্রোবায়োটেক লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারস) এবং এএফসি এগ্রোবায়োটেক লিমিটেড যৌথভাবে কোভিড-১৯ টিকা ডিইউবিডিভ্যাক (DUBD-vac) এর উন্নয়ন ও উৎপাদনসহ অন্যান্য টিকা উদ্ভাবনে কাজ করবে।

এছাড়া, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিষয়ক গবেষণাসহ বিভিন্ন ওষুধ তৈরি এবং জীব বিজ্ঞানের উৎকর্ষ সাধনে যৌথভাবে প্রতিষ্ঠান দুটি গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দু’টি বায়োটেক কোম্পানি- জেএনডি বায়োটেক এবং ইমার্জেন্ট বায়োটেক- তাদের সহযোগিতা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং এএফসি এগ্রোবায়োটেক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সারওয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে উপাচার্য আখতারুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য এএফসি এগ্রোবায়োটেক লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে এই দুটি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিমূলক গবেষণার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রবাসী বিজ্ঞানীদের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রে জেএনডি বায়োটেক এবং ইমার্জেন্ট বায়োটেক কোম্পানি দু’টি পরিচালিত হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media


‘ডিইউবিডি-ভ্যাক’ নামে কোভিড-১৯ এর টিকা বানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়

Update Time : ০৯:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

করোনা ভাইরাসের জন্য ‘ডিইউবিডি-ভ্যাক’ টিকা তৈরি করার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এএফসি এগ্রোবায়োটেকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

করোনা ভাইরাসের টিকার উৎপাদন ও উন্নয়নে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি এগ্রোবায়োটেক লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র (কারস) এবং এএফসি এগ্রোবায়োটেক লিমিটেড যৌথভাবে কোভিড-১৯ টিকা ডিইউবিডিভ্যাক (DUBD-vac) এর উন্নয়ন ও উৎপাদনসহ অন্যান্য টিকা উদ্ভাবনে কাজ করবে।

এছাড়া, জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিষয়ক গবেষণাসহ বিভিন্ন ওষুধ তৈরি এবং জীব বিজ্ঞানের উৎকর্ষ সাধনে যৌথভাবে প্রতিষ্ঠান দুটি গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দু’টি বায়োটেক কোম্পানি- জেএনডি বায়োটেক এবং ইমার্জেন্ট বায়োটেক- তাদের সহযোগিতা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং এএফসি এগ্রোবায়োটেক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ড. মো. সারওয়ার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে উপাচার্য আখতারুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য এএফসি এগ্রোবায়োটেক লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে এই দুটি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিমূলক গবেষণার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রবাসী বিজ্ঞানীদের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রে জেএনডি বায়োটেক এবং ইমার্জেন্ট বায়োটেক কোম্পানি দু’টি পরিচালিত হচ্ছে।