গবেষণায় চৌর্যবৃত্তির মামলায় অভিযুক্ত ঢাবি শিক্ষিকা : শুনানির তারিখ ২৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • / ১৪৬ Time View

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা সামিয়া রহমানের পদাবনমনের সিদ্ধান্ত বিষয়ে শুনানি পিছিয়ে আগামী রোববার (২৪ অক্টোবর) তারিখ ধার্য করেছেন হাইকোর্ট। ইতোমধ্যে সামিয়া রহমানের গবেষণা জালিয়াতি সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনসহ যাবতীয় নথি হাইকোর্টে এসেছে।

আজ, ২১ অক্টোবর (বৃহস্পতিববার) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সামিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী নাঈম আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

সামিয়ার আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম গণমাধ্যমকে বলেন, তলবের পরিপ্রেক্ষিতে এর আগে সামিয়া রহমান সংক্রান্ত সব নথি ও অন্যন্য প্রতিবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়। আজ ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করার পরে আমরা শুনানির জন্য প্রস্তুত নই বলে আগামী রোববার শুনানির দিন ঠিক করেন আদালত।

উল্লেখ্য, এর আগে গত ৫ সেপ্টেম্বর সামিয়া রহমানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পদাবনতি দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়।

সেইসাথে সামিয়া রহমান সংক্রান্ত সব নথিও তলব করেন আদালত। পরবর্তী ২১ কার্য দিবসের মধ্যে এসব নথি হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

গবেষণায় চৌর্যবৃত্তির মামলায় অভিযুক্ত ঢাবি শিক্ষিকা : শুনানির তারিখ ২৪ অক্টোবর

Update Time : ১০:২৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১

জাননাহ, ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষিকা সামিয়া রহমানের পদাবনমনের সিদ্ধান্ত বিষয়ে শুনানি পিছিয়ে আগামী রোববার (২৪ অক্টোবর) তারিখ ধার্য করেছেন হাইকোর্ট। ইতোমধ্যে সামিয়া রহমানের গবেষণা জালিয়াতি সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদনসহ যাবতীয় নথি হাইকোর্টে এসেছে।

আজ, ২১ অক্টোবর (বৃহস্পতিববার) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সামিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হাসান এম এস আজিম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী নাঈম আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

সামিয়ার আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজিম গণমাধ্যমকে বলেন, তলবের পরিপ্রেক্ষিতে এর আগে সামিয়া রহমান সংক্রান্ত সব নথি ও অন্যন্য প্রতিবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়। আজ ওই প্রতিবেদন আদালতে উপস্থাপন করার পরে আমরা শুনানির জন্য প্রস্তুত নই বলে আগামী রোববার শুনানির দিন ঠিক করেন আদালত।

উল্লেখ্য, এর আগে গত ৫ সেপ্টেম্বর সামিয়া রহমানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পদাবনতি দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়।

সেইসাথে সামিয়া রহমান সংক্রান্ত সব নথিও তলব করেন আদালত। পরবর্তী ২১ কার্য দিবসের মধ্যে এসব নথি হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয়।