ওমানের পথে যাত্রা শুরু টাইগারদের
- Update Time : ০২:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / 170
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে খেলার উদ্দেশে রোববার রাত পৌনে ১১ টায় মাসকটে উড়াল দেয়ার কথা ছিল বাংলাদেশ দলের। সূচি অনুযায়ী বাংলাদেশ দলের ক্রিকেটাররা নির্ধারিত সময়ে বিমান বন্দরে পৌঁছালেও শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলের খবর শুনে ফিরে যাচ্ছিলেন তারা।
ঠিক অনিশ্চয়তা নয়। তবে শেষ মুহূর্তে টাইগারদের ওমান যাত্রা নিয়ে খানিক সংশয় জেগেছিল। ওমানে ঘুর্ণিঝড় ‘শাহিনের’ প্রভাবে রাজধানী মাসকাটের আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান অবতরণ ও উড্ডয়ন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ঘটেছিল। যে কারণে বাংলাদেশ ক্রিকেট দলের ওমান সফর শুরু করা নিয়ে খানিক সংশয় তৈরি হয়েছিল।
অবশেষে সে সংশয় কেটে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ ৩ অক্টোবর রাত পৌনে ১২ টার ফ্লাইটে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
এ যাত্রাতেও ঘটেছে কিছু রদবদল। প্রথমে জানানো হয়েছিল জাতীয় দলের বহর ওমান যাবে চার্টার্ড ফ্লাইটে করে। পরে ঠিক হয়েছে যে, নাহ চার্টার্ড ফ্লাইটে নয়, বাংলাদেশ বিমানের ঢাকা-মাসকাট ফ্লাইটে ওমান যাবে ক্রিকেট দল।
শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তবে সেটাও একঘণ্টা পিছিয়ে। ফ্লাইট সিডিউল ছিল রাত পৌনে ১১টা। ক্রিকেটার ও কর্মকর্তা এবং সাপোর্টিং স্টাফরা বিমান বন্দরে গিয়ে শোনেন, বিমানের ফ্লাইট ১ ঘণ্টা দেরিতে ছাড়বে। তাই রিয়াদ বাহিনীর যাত্রা শুরু হলো রাত পৌনে ১২ টায়।
বাংলাদেশ সময় রাত পৌনে ১২ মানে ওমানে রাত পৌনে ১০টা। বিমানে মাসকাট যেতে লাগবে ৪ ঘণ্টা। অর্থ্যাৎ ওমান সময় রাত পৌনে ২ টায় মাসকাট পৌঁছাবে জাতীয় দলের বহর।
বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক এবং ট্রেনার ও ফিজিওসহ পুরো কোচিং স্টাফ ওমানে টিম হোটেলে দলের সাথে মিলিত হবেন।
এছাড়া ক্রিকেট অপস ম্যানেজার সাব্বির খান (লজিস্টিক ম্যানেজার হিসেবে), মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং বিসিবির মেডিক্যাল কমিটির প্রধান দেবাশিষ চৌধুরীও আজ দলের সঙ্গে ওমান গেছেন।
৪ অক্টোবর একদিন রুম কোয়ারেন্টাইন। এরপর ৫ অক্টোবর থেকে ৭ দিনের অনুশীলন শুরু এবং সেটাই হবে টি-টোয়েন্টি বিশ্বাকাপের প্রস্তুতি।
এই ৭ দিনের অনুশীলন শেষে ১২ ও ১৪ অক্টোবর ওমানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। এরপর ১৭ অক্টোবর স্কটল্যান্ডের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে প্রথম ম্যাচ বাংলাদেশের।