রবিবার থেকে টিসিবির ট্রাকে মিলবে পেঁয়াজ

  • Update Time : ০১:৩৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
  • / 179

নিজস্ব প্রতিবেদক:

রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে নিত্যপণ্য পেঁয়াজও বিক্রি করা হবে।

শনিবার রাতে টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ুন কবির এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানান।

বার্তায় জানানো হয়, দেশে রবিবার থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজ বিক্রি করা হবে। প্রতি কেজি ৩০ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন।

টিসিবি জানায়, ডিলারদের প্রতিটি ট্রাকে ৩০০-৬০০ কেজি পর্যন্ত পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে। বিগত বছরের অভিজ্ঞতার আলোকে চলতি বছর সেপ্টেম্বর মাসে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি করার আগে পরিকল্পনা অনুসারে এই পেঁয়াজ বিক্রি করা হবে।
এছাড়া অন্যান্য পণ্য একই মূল্যে বিক্রি করা হবে।

Please Share This Post in Your Social Media


রবিবার থেকে টিসিবির ট্রাকে মিলবে পেঁয়াজ

Update Time : ০১:৩৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

রবিবার (১৯ সেপ্টেম্বর) থেকে দেশজুড়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে নিত্যপণ্য পেঁয়াজও বিক্রি করা হবে।

শনিবার রাতে টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ুন কবির এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানান।

বার্তায় জানানো হয়, দেশে রবিবার থেকে টিসিবির ট্রাকে পেঁয়াজ বিক্রি করা হবে। প্রতি কেজি ৩০ টাকা দরে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন।

টিসিবি জানায়, ডিলারদের প্রতিটি ট্রাকে ৩০০-৬০০ কেজি পর্যন্ত পেঁয়াজ বরাদ্দ দেওয়া হয়েছে। বিগত বছরের অভিজ্ঞতার আলোকে চলতি বছর সেপ্টেম্বর মাসে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি করার আগে পরিকল্পনা অনুসারে এই পেঁয়াজ বিক্রি করা হবে।
এছাড়া অন্যান্য পণ্য একই মূল্যে বিক্রি করা হবে।