হারলেও যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / ১০০ Time View

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি বাংলাদেশ। টানা ৬ ম্যাচ পরাজয়ের কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের। এমনকি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও ঝুকির মধ্যে পড়েছিল। তবে এ যাত্রায় রক্ষা পেয়েছে সাকিব বাহিনা। বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ২২.৪ ওভারে টপকাতে না পারায় আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম টাইগার্সের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত।

শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে অজিরা ২২.৪ ওভারে জয় নিশ্চিত না করতে পারায় শ্রীলঙ্কা চেয়ে রান রেট কম হওয়ার সুযোগ নেই টাইগারদের।

ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে যে ব্যাখ্যা দিল এমসিসি
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে আগামীকাল স্বাগতিক ভারতের বিপক্ষে হারাতে হবে নেদারল্যান্ডসকে। আর ডাচরা যদি রোহিত-কোহলিদের কোনো ভাবে হারিয়ে দেয় তাহলেই বাদ পড়বে বাংলাদেশ। তবে আপাতদৃষ্টিতে ইনফর্ম ভারতেীয়দের হারানো আকাশ-কুসুম চিন্তার মতোই হবে নেদারল্যান্ডসের কাছে।

দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান যদি ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ বেড়ে যাবে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে ভারত-নেদারল্যান্ডস ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের।
বিশ্বকাপের বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে সাতে রয়েছে ইংল্যান্ড। আট নম্বরে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার অবস্থান নয় নম্বরে এবং দশে আছে নেদারল্যান্ডস।

Tag :

Please Share This Post in Your Social Media

হারলেও যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ

Update Time : ০৭:৪৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেনি বাংলাদেশ। টানা ৬ ম্যাচ পরাজয়ের কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে টাইগারদের। এমনকি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও ঝুকির মধ্যে পড়েছিল। তবে এ যাত্রায় রক্ষা পেয়েছে সাকিব বাহিনা। বাংলাদেশের দেওয়া ৩০৭ রানের লক্ষ্য অস্ট্রেলিয়া ২২.৪ ওভারে টপকাতে না পারায় আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম টাইগার্সের অংশগ্রহণ অনেকটাই নিশ্চিত।

শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে অজিরা ২২.৪ ওভারে জয় নিশ্চিত না করতে পারায় শ্রীলঙ্কা চেয়ে রান রেট কম হওয়ার সুযোগ নেই টাইগারদের।

ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে যে ব্যাখ্যা দিল এমসিসি
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে আগামীকাল স্বাগতিক ভারতের বিপক্ষে হারাতে হবে নেদারল্যান্ডসকে। আর ডাচরা যদি রোহিত-কোহলিদের কোনো ভাবে হারিয়ে দেয় তাহলেই বাদ পড়বে বাংলাদেশ। তবে আপাতদৃষ্টিতে ইনফর্ম ভারতেীয়দের হারানো আকাশ-কুসুম চিন্তার মতোই হবে নেদারল্যান্ডসের কাছে।

দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান যদি ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারে তাহলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ বেড়ে যাবে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলে ভারত-নেদারল্যান্ডস ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের।
বিশ্বকাপের বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী ৪ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে সাতে রয়েছে ইংল্যান্ড। আট নম্বরে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার অবস্থান নয় নম্বরে এবং দশে আছে নেদারল্যান্ডস।