সাকিব-মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৫১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
  • / ১৬ Time View

স্পোর্টস ডেস্ক

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথমে বোলিং নিয়েছে। অর্থাৎ নাজমুল হোসেন শান্তর দল ব্যাটিং করবে। স্কোয়াডে নতুন করে যুক্ত হওয়া সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার এই ম্যাচের একাদশে ফিরেছেন।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। অফ ফর্মে থাকা ওপেনার লিটন দাসের জায়গা হয়নি আজকের ম্যাচে। এছাড়া অলরাউন্ডার মাহমুদ উল্লাহ ও মোহাম্মদ সাইফউদ্দিন আজকের একাদশে নেই।

টসের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা টস জিতলে ব্যাটিংই চাইতাম। উইকেট দেখে মনে হচ্ছে ব্যাটিংয়ে সহায়তা করবে। আমরা বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছি। দলে বেশ কিছু পরিবর্তন এসেছে।’

জিম্বাবুয়ে দলপতি সিকান্দার রাজার ভাষ্য, ‘আমরা হয়তো সিরিজে এখনও ভালো ফল আনতে পারিনি। তবে, আমাদের দলে বেশ অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আশা করছি দারুণ কিছু হবে।’

এই তিন জনের জায়গায় ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, সৌম্য সরকার ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, জাকের আলী, তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

Tag :

Please Share This Post in Your Social Media

সাকিব-মুস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

Update Time : ০৭:৫১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

স্পোর্টস ডেস্ক

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথমে বোলিং নিয়েছে। অর্থাৎ নাজমুল হোসেন শান্তর দল ব্যাটিং করবে। স্কোয়াডে নতুন করে যুক্ত হওয়া সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার এই ম্যাচের একাদশে ফিরেছেন।

বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন এসেছে। অফ ফর্মে থাকা ওপেনার লিটন দাসের জায়গা হয়নি আজকের ম্যাচে। এছাড়া অলরাউন্ডার মাহমুদ উল্লাহ ও মোহাম্মদ সাইফউদ্দিন আজকের একাদশে নেই।

টসের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা টস জিতলে ব্যাটিংই চাইতাম। উইকেট দেখে মনে হচ্ছে ব্যাটিংয়ে সহায়তা করবে। আমরা বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছি। দলে বেশ কিছু পরিবর্তন এসেছে।’

জিম্বাবুয়ে দলপতি সিকান্দার রাজার ভাষ্য, ‘আমরা হয়তো সিরিজে এখনও ভালো ফল আনতে পারিনি। তবে, আমাদের দলে বেশ অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আশা করছি দারুণ কিছু হবে।’

এই তিন জনের জায়গায় ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, সৌম্য সরকার ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, জাকের আলী, তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।