হঠাৎ দেশে ফিরলেন কোহলি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • / ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না বিরাট কোহলি। বিশ্বকাপের পর থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে। তবে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার কথা ডানহাতি ব্যাটারের। তবে দলের সঙ্গে থাকলেও পারিবারিক কারণে হটাৎ করেই দেশের বিমান ধরেছেন কোহলি।

বুধবার (২৬ ডিসেম্বর) সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। জানা গেছে দেশে ফিরলেও প্রথম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিবেন সাবেক অধিনায়ক কোহলি।

প্রথম ম্যাচের আগে তিনদিনের আন্তঃস্কোয়াড অনুশীলন ম্যাচেও ছিলেন না কোহলি। কয়েক মাস ধরেই জল্পনা-কল্পনা চলছে ডানহাতি এই ব্যাটারকে নিয়ে। দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন আনুষ্কা শর্মা-বিরাট কোহলি দম্পত্তি। তবে ধারণা করা হচ্ছে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই হুট করে দেশে ফিরে গেছেন ভারতীয় রান মেশিন।

২৬ ডিসেম্বর সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলতে নামবে ভারত ‘এ’ দল। একই দিন মাঠে নামবে ভারতের জাতীয় দলও। শেষ মুহূর্তে কোনো পরিবর্তন এলে তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। না হলে ‘এ’ দলের সিরিজ শেষে তিনি রোহিতদের সঙ্গে যোগ দেবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

হঠাৎ দেশে ফিরলেন কোহলি

Update Time : ০৮:২০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না বিরাট কোহলি। বিশ্বকাপের পর থেকেই বিশ্রাম দেওয়া হয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে। তবে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার কথা ডানহাতি ব্যাটারের। তবে দলের সঙ্গে থাকলেও পারিবারিক কারণে হটাৎ করেই দেশের বিমান ধরেছেন কোহলি।

বুধবার (২৬ ডিসেম্বর) সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে বক্সিং ডে টেস্টে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। জানা গেছে দেশে ফিরলেও প্রথম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দিবেন সাবেক অধিনায়ক কোহলি।

প্রথম ম্যাচের আগে তিনদিনের আন্তঃস্কোয়াড অনুশীলন ম্যাচেও ছিলেন না কোহলি। কয়েক মাস ধরেই জল্পনা-কল্পনা চলছে ডানহাতি এই ব্যাটারকে নিয়ে। দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন আনুষ্কা শর্মা-বিরাট কোহলি দম্পত্তি। তবে ধারণা করা হচ্ছে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতেই হুট করে দেশে ফিরে গেছেন ভারতীয় রান মেশিন।

২৬ ডিসেম্বর সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলতে নামবে ভারত ‘এ’ দল। একই দিন মাঠে নামবে ভারতের জাতীয় দলও। শেষ মুহূর্তে কোনো পরিবর্তন এলে তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। না হলে ‘এ’ দলের সিরিজ শেষে তিনি রোহিতদের সঙ্গে যোগ দেবেন।