বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ

  • Update Time : ০৪:৪৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / 146

নিজস্ব প্রতিবেদক

বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ
ঈদের ছুটিতে ডেঙ্গু রোগ সারাদেশে ছড়িয়ে পড়ার যে আশঙ্কা করা হচ্ছিলো, বাস্তবে তাই ঘটলো। মশাবাহিত এই রোগটি এখন দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে।

রোগটির জীবাণুবাহী এডিস মশার বিস্তার এখন দেশজুড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ৫৭ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার কথা বলা হচ্ছে। জেলা থেকে উপজেলাতেও ছড়াচ্ছে ডেঙ্গু রোগ।

বিশেষজ্ঞরা মনে করেন সব জেলাতেই ডেঙ্গু আছে। তৃণমূলের ডেঙ্গু আক্রান্তের তথ্য স্বাস্থ্য দপ্তরে পৌঁছাচ্ছে না। তাই সরকারি খাতায় আক্রান্তের সংখ্যা বাস্তবের চেয়ে অনেক কম।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গু সব বয়সী মানুষের জন্য আতঙ্কের হলেও শিশুদের অবস্থা বেশি খারাপ হচ্ছে।

তবে এ রোগে আক্রান্তদের আতঙ্কিত না হয়ে, বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সাথে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেয়া হচ্ছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনসহ ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আর গত ৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।

রোগীরা জানান, জ্বর, মাথাব্যথা, বমিসহ নানা উপসর্গ নিয়ে তারা হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করলে জানা যায় তারা ডেঙ্গু রোগে আক্রান্ত।

খুলনাতেও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০ জনের বেশি রোগী।

এ অবস্থায় খুলনা সদর ও মেডিক্যাল কলেজ হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ইউনিট। সেখানের চিকিৎসকরা বলছেন, রোগী আরও বাড়তে থাকলে সেবা ব্যাহত হতে পারে।

নড়াইলে গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন ডেঙ্গু রোগী। যাদের অনেকেই ঈদে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে এসেছেন।

বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শনিবার পর্যন্ত ডেঙ্গু জ্বরের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ৭৬ জন।

চিকিৎসকরা বলছেন, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আক্রান্তদের আতঙ্কিত না হয়ে বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

Tag :

Please Share This Post in Your Social Media


বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ

Update Time : ০৪:৪৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক

বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু রোগ
ঈদের ছুটিতে ডেঙ্গু রোগ সারাদেশে ছড়িয়ে পড়ার যে আশঙ্কা করা হচ্ছিলো, বাস্তবে তাই ঘটলো। মশাবাহিত এই রোগটি এখন দেশের বেশিরভাগ জেলায় ছড়িয়ে পড়েছে।

রোগটির জীবাণুবাহী এডিস মশার বিস্তার এখন দেশজুড়ে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে ৫৭ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার কথা বলা হচ্ছে। জেলা থেকে উপজেলাতেও ছড়াচ্ছে ডেঙ্গু রোগ।

বিশেষজ্ঞরা মনে করেন সব জেলাতেই ডেঙ্গু আছে। তৃণমূলের ডেঙ্গু আক্রান্তের তথ্য স্বাস্থ্য দপ্তরে পৌঁছাচ্ছে না। তাই সরকারি খাতায় আক্রান্তের সংখ্যা বাস্তবের চেয়ে অনেক কম।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গু সব বয়সী মানুষের জন্য আতঙ্কের হলেও শিশুদের অবস্থা বেশি খারাপ হচ্ছে।

তবে এ রোগে আক্রান্তদের আতঙ্কিত না হয়ে, বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সেই সাথে সবাইকে সচেতন থাকারও পরামর্শ দেয়া হচ্ছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ৫ জনসহ ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। আর গত ৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন।

রোগীরা জানান, জ্বর, মাথাব্যথা, বমিসহ নানা উপসর্গ নিয়ে তারা হাসপাতালে আসেন। পরে পরীক্ষা করলে জানা যায় তারা ডেঙ্গু রোগে আক্রান্ত।

খুলনাতেও প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০ জনের বেশি রোগী।

এ অবস্থায় খুলনা সদর ও মেডিক্যাল কলেজ হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু ইউনিট। সেখানের চিকিৎসকরা বলছেন, রোগী আরও বাড়তে থাকলে সেবা ব্যাহত হতে পারে।

নড়াইলে গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন ডেঙ্গু রোগী। যাদের অনেকেই ঈদে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে এসেছেন।

বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শনিবার পর্যন্ত ডেঙ্গু জ্বরের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন ৭৬ জন।

চিকিৎসকরা বলছেন, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছে। তবে আক্রান্তদের আতঙ্কিত না হয়ে বেশি বেশি তরল খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।