সাভারে নারী শ্রমিককে গণধর্ষণ, তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
  • / ১১৭ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সাভারে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সাইফুল নামে আরো এক যুবক পলাতক রয়েছেন। বুধবার সাভার মডেল থানা পুলিশ দিনভর অভিযান চালিয়ে ভুক্তভোগী ওই নারীর করা মামলায় অভিযুক্ত ফজর আলী, শাহাদাৎ ও ইসমাইলকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বুধবার সকালে গণধর্ষনের শিকার ওই নারী শ্রমিক সাভার মডেল থানায় লিখিত অভিযোগটি দেন। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ দিনভর অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এর আগে গত ৭ জুন সাভারের সাদাপুর এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করেছেন ওই নারী পোশাক শ্রমিক।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন জানান, গত ৭ জুন ভুক্তভোগী ওই নারী পোশাক শ্রমিক কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে সাভারের সাদাপুর এলাকায় চারজন যুবক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে একটি খালি বাউন্ডারির ভিতরে নিয়ে গণধর্ষণ করে। একপর্যায়ে তাকে ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দিলে ওই নারী পোশাক শ্রমিক ফরিদপুরে গ্রামের বাড়ি চলে যায়।

পরে স্বজনদের সঙ্গে পরামর্শ করে সাভার মডেল থানায় বুধবার সকালে প্রধান অভিযুক্ত ফজর আলীসহ আরো অজ্ঞাতনামা তিনজনের নামে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ফজর আলীসহ আরো দুজনকে গ্রেপ্তার করে। এছাড়া এই ঘটনায় জড়িত সাইফুল নামে আরো একজনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সাভারে নারী শ্রমিককে গণধর্ষণ, তিনজন গ্রেপ্তার

Update Time : ০৮:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০

 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার সাভারে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সাইফুল নামে আরো এক যুবক পলাতক রয়েছেন। বুধবার সাভার মডেল থানা পুলিশ দিনভর অভিযান চালিয়ে ভুক্তভোগী ওই নারীর করা মামলায় অভিযুক্ত ফজর আলী, শাহাদাৎ ও ইসমাইলকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বুধবার সকালে গণধর্ষনের শিকার ওই নারী শ্রমিক সাভার মডেল থানায় লিখিত অভিযোগটি দেন। পরে বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ দিনভর অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। এর আগে গত ৭ জুন সাভারের সাদাপুর এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করেছেন ওই নারী পোশাক শ্রমিক।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাস উদ্দিন জানান, গত ৭ জুন ভুক্তভোগী ওই নারী পোশাক শ্রমিক কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে সাভারের সাদাপুর এলাকায় চারজন যুবক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে একটি খালি বাউন্ডারির ভিতরে নিয়ে গণধর্ষণ করে। একপর্যায়ে তাকে ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দিলে ওই নারী পোশাক শ্রমিক ফরিদপুরে গ্রামের বাড়ি চলে যায়।

পরে স্বজনদের সঙ্গে পরামর্শ করে সাভার মডেল থানায় বুধবার সকালে প্রধান অভিযুক্ত ফজর আলীসহ আরো অজ্ঞাতনামা তিনজনের নামে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ফজর আলীসহ আরো দুজনকে গ্রেপ্তার করে। এছাড়া এই ঘটনায় জড়িত সাইফুল নামে আরো একজনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।