মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • / ১৬ Time View

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলো- আল-আমিন (০৬) ও মরিয়ম আক্তার (০৭)।

শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার উপজেলার মহাকালী ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ি এলাকায় বাড়ির পাশে ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে দুই ভাই-বোন বাড়ির পাশে খেলতে বের হয়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজ করা শুরু করেন। কোথাও না পেয়ে ওই স্কুলের পুকুরে তাদের খোঁজা হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্কুলের পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তবে কীভাবে তারা পানিতে ডুবে গেল তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Please Share This Post in Your Social Media

মুন্সিগঞ্জে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

Update Time : ০৭:৪৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা হলো- আল-আমিন (০৬) ও মরিয়ম আক্তার (০৭)।

শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার উপজেলার মহাকালী ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ি এলাকায় বাড়ির পাশে ঢালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে দুই ভাই-বোন বাড়ির পাশে খেলতে বের হয়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের লোকজন খোঁজ করা শুরু করেন। কোথাও না পেয়ে ওই স্কুলের পুকুরে তাদের খোঁজা হয়।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্কুলের পুকুর থেকে দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তবে কীভাবে তারা পানিতে ডুবে গেল তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।