শাহরুখের ‘জওয়ান’ নিয়ে নকলের অভিযোগ!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ১১১ Time View

বিনোদন ডেস্ক

‘পাঠান’ সিনেমার আকাশচুম্বী সফলতার পর মুক্তি পাচ্ছে বলিউড বাদশার ‘জওয়ান’। মুক্তির আগেই গুঞ্জন উঠেছে এই সনিমো নিয়ে। বলা হচ্ছে সিনেমাটি বিখ্যাত স্প্যানিশ ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর হিন্দি সংস্করণ। ‘জওয়ান’ সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাকে।

নেটিজেনরা বলছেন, ‘জওয়ান’ সিনেমা যে সিনেমার নকল তার নাম ‘মানি হাইস্ট’। স্প্যানিশ এ ওয়েব সিরিজে প্রফেসর সাতজনকে নিয়ে টিম বানিয়েছিলেন। তারা সংঘবদ্ধ হয়ে স্পেনের রিজার্ভ ব্যাংক লুট করে। টিমে ছিল টোকিয়া, নাইরোবি, রাকেলের মতো নারীরা।

এদিকে ‘জওয়ান’ সিনেমার প্রিভিউতে শাহরুখের চারপাশে সশস্ত্র প্রমিলা বাহিনীকে দেখা গেছে। যা নকলের গুঞ্জনকে শতভাগ উসকে দিয়েছে।

এমন গুঞ্জনে অবশ্য চুপ নেই ‘জওয়ান’ সিনেমার সংশ্লিষ্টরা। মুখ খুলেছেন সিনেমাটির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চাই দর্শক আরও একটু উৎসাহ ধরে থাকুক। ‘জওয়ান’ বড় পর্দায় আসলেই সব পরিষ্কার হয়ে যাবে।

আনন্দবাজার এর প্রতিবেদন অনুযায়ী, এই জল্পনাকে আরও উসকে দিয়েছেন ‘জাওয়ান’ এর ‘কাস্টিং ডিরেক্টর’ মুকেশ ছাবড়া। তিনি বলেন, ‘আমি চাই দর্শক আরও একটু উৎসাহ ধরে রাখুন। যখন ‘জাওয়ান’ বড় পর্দায় আসবে তখনই পরিষ্কার হয়ে যাবে সবটা। ট্রেলার নিয়ে কি কম প্রশ্নের মুখে পড়তে হয়েছে! তবে এখনই রহস্যের উদ্‌ঘাটন করছি না। একটু সকলে অপেক্ষা করুন, বড় পর্দায় এই সিনেমা উপভোগ করবেন। আমি শুধু এতটুকু বলতে পারি, এটা শাহরুখের জীবনের একটা বিশেষ ছবি। আমার মনে হয় এই ছবি শাহরুখ ভক্তদের চমকে দেবে।’

আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জাওয়ান’। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাতে শাহরুখের বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেছেন দক্ষিণী নায়িকা নয়নতারা। এ ছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সঞ্জীতা। বিশেষ চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোন। দেখা যেতে পারে আরেক দক্ষিণী তারকা থালাপতি বিজয় এবং সঞ্জয় দত্তকে।

এর আগেও ‘জিরো’ সিনেমার টিজার মুক্তির পর শাহরুখের বিরুদ্ধে নকলের অভিযোগ ছিল! ছবির গল্প বা টিজার নয়, শাহরুখের‍ বিরুদ্ধে কবিতার লাইন নকলের অভিযোগ এনেছেন এক ব্যক্তি। মিথিলেশ বারিয়া নামের ওই ব্যক্তির অভিযোগ ছিল, শাহরুখ কোনো অনুমতি ছাড়াই তার কবিতা ব্যবহার করেছেন।

২০১৫ সালে এই লাইনটি টুইটারে পোস্ট করেছিলেন মিথিলেশ। লাইনটি ছিল, ‘আমার শো দেখার জন্য আপনারা টিকিট কেটে অপেক্ষা করেন। তামাশাটাও পুরো হওয়া চাই।’ মিথিলেশের দাবি, শাহরুখ এই লাইনটি ব্যবহার করেছেন, লাইনটির জন্য মিথিলেশকে ক্রেডিট দেওয়া হোক।

Tag :

Please Share This Post in Your Social Media

শাহরুখের ‘জওয়ান’ নিয়ে নকলের অভিযোগ!

Update Time : ১২:২৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক

‘পাঠান’ সিনেমার আকাশচুম্বী সফলতার পর মুক্তি পাচ্ছে বলিউড বাদশার ‘জওয়ান’। মুক্তির আগেই গুঞ্জন উঠেছে এই সনিমো নিয়ে। বলা হচ্ছে সিনেমাটি বিখ্যাত স্প্যানিশ ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর হিন্দি সংস্করণ। ‘জওয়ান’ সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাকে।

নেটিজেনরা বলছেন, ‘জওয়ান’ সিনেমা যে সিনেমার নকল তার নাম ‘মানি হাইস্ট’। স্প্যানিশ এ ওয়েব সিরিজে প্রফেসর সাতজনকে নিয়ে টিম বানিয়েছিলেন। তারা সংঘবদ্ধ হয়ে স্পেনের রিজার্ভ ব্যাংক লুট করে। টিমে ছিল টোকিয়া, নাইরোবি, রাকেলের মতো নারীরা।

এদিকে ‘জওয়ান’ সিনেমার প্রিভিউতে শাহরুখের চারপাশে সশস্ত্র প্রমিলা বাহিনীকে দেখা গেছে। যা নকলের গুঞ্জনকে শতভাগ উসকে দিয়েছে।

এমন গুঞ্জনে অবশ্য চুপ নেই ‘জওয়ান’ সিনেমার সংশ্লিষ্টরা। মুখ খুলেছেন সিনেমাটির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। ভারতীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চাই দর্শক আরও একটু উৎসাহ ধরে থাকুক। ‘জওয়ান’ বড় পর্দায় আসলেই সব পরিষ্কার হয়ে যাবে।

আনন্দবাজার এর প্রতিবেদন অনুযায়ী, এই জল্পনাকে আরও উসকে দিয়েছেন ‘জাওয়ান’ এর ‘কাস্টিং ডিরেক্টর’ মুকেশ ছাবড়া। তিনি বলেন, ‘আমি চাই দর্শক আরও একটু উৎসাহ ধরে রাখুন। যখন ‘জাওয়ান’ বড় পর্দায় আসবে তখনই পরিষ্কার হয়ে যাবে সবটা। ট্রেলার নিয়ে কি কম প্রশ্নের মুখে পড়তে হয়েছে! তবে এখনই রহস্যের উদ্‌ঘাটন করছি না। একটু সকলে অপেক্ষা করুন, বড় পর্দায় এই সিনেমা উপভোগ করবেন। আমি শুধু এতটুকু বলতে পারি, এটা শাহরুখের জীবনের একটা বিশেষ ছবি। আমার মনে হয় এই ছবি শাহরুখ ভক্তদের চমকে দেবে।’

আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘জাওয়ান’। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাতে শাহরুখের বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেছেন দক্ষিণী নায়িকা নয়নতারা। এ ছাড়াও রয়েছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সঞ্জীতা। বিশেষ চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোন। দেখা যেতে পারে আরেক দক্ষিণী তারকা থালাপতি বিজয় এবং সঞ্জয় দত্তকে।

এর আগেও ‘জিরো’ সিনেমার টিজার মুক্তির পর শাহরুখের বিরুদ্ধে নকলের অভিযোগ ছিল! ছবির গল্প বা টিজার নয়, শাহরুখের‍ বিরুদ্ধে কবিতার লাইন নকলের অভিযোগ এনেছেন এক ব্যক্তি। মিথিলেশ বারিয়া নামের ওই ব্যক্তির অভিযোগ ছিল, শাহরুখ কোনো অনুমতি ছাড়াই তার কবিতা ব্যবহার করেছেন।

২০১৫ সালে এই লাইনটি টুইটারে পোস্ট করেছিলেন মিথিলেশ। লাইনটি ছিল, ‘আমার শো দেখার জন্য আপনারা টিকিট কেটে অপেক্ষা করেন। তামাশাটাও পুরো হওয়া চাই।’ মিথিলেশের দাবি, শাহরুখ এই লাইনটি ব্যবহার করেছেন, লাইনটির জন্য মিথিলেশকে ক্রেডিট দেওয়া হোক।