শাহজালাল বিমানবন্দরে গাড়িচাপায় প্রাণ গেল বিমানকর্মীর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / ৯৫ Time View

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে তেলবাহী গাড়িচাপায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় বিমানবন্দরের এপ্রোন এলাকায় (উড়োজাহাজগুলো পার্ক করে রাখার স্থান) এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাদ্দাম হোসেন বিমানের প্রকৌশল বিভাগের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি এপ্রোন এলাকায় রাখা উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে নিয়োজিত ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়।

বিমান সূত্রে জানা যায়, রাতে বিমানবন্দরের অভ্যন্তরে ৭ নম্বর বেতে কর্তব্যরত সাদ্দামকে পদ্মা অয়েল কোম্পানির একটি তেলবাহী গাড়ি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, গাড়িটির চালকসহ সংশ্লিষ্টদের পুলিশে দেওয়া হয়েছে।

গাড়িচালক মোহাম্মদ ইউনুসকে আটক করা হয়েছে উল্লেখ করে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া বলেন, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Tag :

Please Share This Post in Your Social Media

শাহজালাল বিমানবন্দরে গাড়িচাপায় প্রাণ গেল বিমানকর্মীর

Update Time : ০২:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে তেলবাহী গাড়িচাপায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় বিমানবন্দরের এপ্রোন এলাকায় (উড়োজাহাজগুলো পার্ক করে রাখার স্থান) এ দুর্ঘটনা ঘটে বলে বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাদ্দাম হোসেন বিমানের প্রকৌশল বিভাগের এয়ারক্রাফট টেকনিক্যাল হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি এপ্রোন এলাকায় রাখা উড়োজাহাজের রক্ষণাবেক্ষণে নিয়োজিত ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলায়।

বিমান সূত্রে জানা যায়, রাতে বিমানবন্দরের অভ্যন্তরে ৭ নম্বর বেতে কর্তব্যরত সাদ্দামকে পদ্মা অয়েল কোম্পানির একটি তেলবাহী গাড়ি চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরার উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, গাড়িটির চালকসহ সংশ্লিষ্টদের পুলিশে দেওয়া হয়েছে।

গাড়িচালক মোহাম্মদ ইউনুসকে আটক করা হয়েছে উল্লেখ করে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া বলেন, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।