ইভিএমে প্রথমবারের মতো ভোট দিচ্ছে মতলব উত্তরবাসী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
  • / ২১ Time View

রাত পোহালেই উপজেলা নির্বাচন

মতলব( চাঁদপুর) প্রতিনিধি:

প্রথমবারের মতো ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে(ইভিএম) উপজেলা  নির্বাচনে ভোট দিচ্ছে মতলব উত্তর উপজেলার বাসিন্দারা।নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন অফিস সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে।

  ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন উপজেলা পরিষদের সঙ্গে মতলব উত্তরেও  ৮ মে(বুধবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মতলব উত্তর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ৮২৫ জন।

 জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায়, ৮০ জন রেব, ১৩২ জন বিজিবি, ৬৩৬পুলিশের পাশাপাশি পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আনসার, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম রয়েছে।

মঙ্গলবার দুপুরের উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ  মাঠে এক ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম ও পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নং কর্মকর্তা একি মিত্র চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.খায়রুল কবির, সহকারী পুলিশ সুপার রাশেদুল হোসেন চৌধুরী, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, অফিসার ইনচার্জ (তদন্ত) সানোয়ার হোসেন।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাচনী সকল প্রকার সরঞ্জামাদি পৌঁছে গেছে। নির্বাচন যেন সুষ্ঠু হয় ইতিমধ্যে তার জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়েছে।

 মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন লড়ছেন। চেয়ারম্যান  প্রার্থীরা হলো-বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস( কাপ-পিরিজ),উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি (ঘোড়া), জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন গাজী( আনারস)।

ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ (টিউবওয়েল) ও জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান (তালা )।

 মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  বিজয়ী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।

Tag :

Please Share This Post in Your Social Media

ইভিএমে প্রথমবারের মতো ভোট দিচ্ছে মতলব উত্তরবাসী

Update Time : ১১:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪

রাত পোহালেই উপজেলা নির্বাচন

মতলব( চাঁদপুর) প্রতিনিধি:

প্রথমবারের মতো ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে(ইভিএম) উপজেলা  নির্বাচনে ভোট দিচ্ছে মতলব উত্তর উপজেলার বাসিন্দারা।নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন অফিস সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে।

  ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন উপজেলা পরিষদের সঙ্গে মতলব উত্তরেও  ৮ মে(বুধবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মতলব উত্তর উপজেলায় ১ টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ৯৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ৮২৫ জন।

 জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায়, ৮০ জন রেব, ১৩২ জন বিজিবি, ৬৩৬পুলিশের পাশাপাশি পর্যাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আনসার, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম রয়েছে।

মঙ্গলবার দুপুরের উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ  মাঠে এক ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম ও পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নং কর্মকর্তা একি মিত্র চাকমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.খায়রুল কবির, সহকারী পুলিশ সুপার রাশেদুল হোসেন চৌধুরী, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, অফিসার ইনচার্জ (তদন্ত) সানোয়ার হোসেন।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাচনী সকল প্রকার সরঞ্জামাদি পৌঁছে গেছে। নির্বাচন যেন সুষ্ঠু হয় ইতিমধ্যে তার জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়েছে।

 মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন লড়ছেন। চেয়ারম্যান  প্রার্থীরা হলো-বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস( কাপ-পিরিজ),উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি (ঘোড়া), জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন গাজী( আনারস)।

ভাইস চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ (টিউবওয়েল) ও জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান (তালা )।

 মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়  বিজয়ী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী।