শনিবার ঢাকা ক্লাবের ইজিএম হতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • / ৫২ Time View

শনিবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠেয় ঢাকা ক্লাব লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এবার সেই আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে আগামীকাল ঢাকা ক্লাবের ইজিএম হতে বাধা নেই।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। প্রধান বিচারপতির অনুমতি নিয়ে শুধু এই মামলাটি শুনানির জন্য এদিন বিশেষ চেম্বার আদালত বসেছিলেন।

ঢাকা ক্লাবের আইনজীবী শেখ আওসাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

বৃহস্পতিবার ঢাকা ক্লাবের ইজিএম দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। ক্লাবের সদস্য শেখ মোহাম্মদ জাকির হোসেনের করা রিটের শুনানিতে আদালত এ আদেশ দেন।

ক্লাবের আইনজীবী অ্যাডভোকেট শেখ আলওসাফুর রহমান বুলু জানিয়েছিলেন, ঢাকা ক্লাবের একজন সদস্যকে আগে চিঠি দেয়া হয়েছে। সে চিঠি পেয়েছেন গত মাসের ২৮ ডিসেম্বর। কিন্তু চিঠি পাওয়ার পর উচ্চ আদালতে আবেদন করেন। ওই আবেদনে শুনানি নিয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হাইকোর্টের কোম্পানি কোড বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ ঢাকা ক্লাবের সাধারণ সভা স্থগিত করে আদেশ দেন।

আইনজীবী আরও জানিয়েছিলেন, হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছি। আপিলের বিষয়ে শুনানি করতে গেলে গতকাল কোর্টের সময় শেষ হয়ে যায়। পরে আমরা প্রধান বিচারপতির অনুমতি নিয়ে আজ বিকেলে চেম্বার জজ আদালতে ডাকা ক্লাবের নির্বাচন সংক্রান্ত সাধারণ সভার বিষয়ে শুনানির প্রস্তুতি নিয়েছি।

ঢাকা ক্লাবের ইজিএম ১৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় হওয়ার কথা ছিল। এর আগে ইজিএমের নোটিশ দেয়া হয়। ওই নোটিশের বৈধতা নিয়ে ক্লাবের সদস্য কোম্পানি আইনে হাইকোর্টে আবেদন করেছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

শনিবার ঢাকা ক্লাবের ইজিএম হতে বাধা নেই

Update Time : ০৭:৩৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪

শনিবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠেয় ঢাকা ক্লাব লিমিটেডের বিশেষ সাধারণ সভার (ইজিএম) স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এবার সেই আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে আগামীকাল ঢাকা ক্লাবের ইজিএম হতে বাধা নেই।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন। প্রধান বিচারপতির অনুমতি নিয়ে শুধু এই মামলাটি শুনানির জন্য এদিন বিশেষ চেম্বার আদালত বসেছিলেন।

ঢাকা ক্লাবের আইনজীবী শেখ আওসাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

বৃহস্পতিবার ঢাকা ক্লাবের ইজিএম দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন। ক্লাবের সদস্য শেখ মোহাম্মদ জাকির হোসেনের করা রিটের শুনানিতে আদালত এ আদেশ দেন।

ক্লাবের আইনজীবী অ্যাডভোকেট শেখ আলওসাফুর রহমান বুলু জানিয়েছিলেন, ঢাকা ক্লাবের একজন সদস্যকে আগে চিঠি দেয়া হয়েছে। সে চিঠি পেয়েছেন গত মাসের ২৮ ডিসেম্বর। কিন্তু চিঠি পাওয়ার পর উচ্চ আদালতে আবেদন করেন। ওই আবেদনে শুনানি নিয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) হাইকোর্টের কোম্পানি কোড বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চ ঢাকা ক্লাবের সাধারণ সভা স্থগিত করে আদেশ দেন।

আইনজীবী আরও জানিয়েছিলেন, হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছি। আপিলের বিষয়ে শুনানি করতে গেলে গতকাল কোর্টের সময় শেষ হয়ে যায়। পরে আমরা প্রধান বিচারপতির অনুমতি নিয়ে আজ বিকেলে চেম্বার জজ আদালতে ডাকা ক্লাবের নির্বাচন সংক্রান্ত সাধারণ সভার বিষয়ে শুনানির প্রস্তুতি নিয়েছি।

ঢাকা ক্লাবের ইজিএম ১৩ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় হওয়ার কথা ছিল। এর আগে ইজিএমের নোটিশ দেয়া হয়। ওই নোটিশের বৈধতা নিয়ে ক্লাবের সদস্য কোম্পানি আইনে হাইকোর্টে আবেদন করেছিলেন।