রাজশাহী মেডিক্যালে ২৪ ঘণ্টায় আরও ২০ মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • / ১৪২ Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে গত সাত দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২১ জনে।

বুধবার (৭ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত মৃত ২০ জনের মধ্যে দুই জন করোনা আক্রান্ত ছিলেন। আর ১৭ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীতে সাত, নাটোরে দুই, নওগাঁয় তিন, চাঁপাইনবাবগঞ্জে দুই, পাবনায় চার, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে রয়েছেন। গত মাসে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৭ জন। বর্তমানে ৪৭০ জন চিকিৎসা নিচ্ছেন। এ হাসপাতালে এখন করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪৫৪টি।

করোনা সংক্রমণের বিষয়ে তিনি বলেন, রাজশাহীতে সংক্রমণের হার আরও কমেছে। মঙ্গলবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৪৭টি নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ, যা আগের দিনের তুলনায় সাত দশমিক ১১ শতাংশ কম। আগের দিন সোমবার করোনা শনাক্তের হার ছিল ২৯ দশমিক ০৩ শতাংশ। এর আগে রবিবার ছিল ৩৪ দশমিক ০৯ শতাংশ, শনিবার ৩৩ দশমিক ৮৩ শতাংশ, শুক্রবার ২৬ দশমিক ৭৪ শতাংশ, বৃহস্পতিবার ৪২ দশমিক ৪০ শতাংশ ও বুধবার ৩৯ দশমিক ৯০ শতাংশ।

ল্যাব সূত্র জানায়, এ দিন রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতারের পৃথক দুটি ল্যাবে দুই জেলার ৫৬২ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১১৬ জনের। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাগঞ্জের ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

রাজশাহী মেডিক্যালে ২৪ ঘণ্টায় আরও ২০ মৃত্যু 

Update Time : ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে গত সাত দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২১ জনে।

বুধবার (৭ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত মৃত ২০ জনের মধ্যে দুই জন করোনা আক্রান্ত ছিলেন। আর ১৭ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীতে সাত, নাটোরে দুই, নওগাঁয় তিন, চাঁপাইনবাবগঞ্জে দুই, পাবনায় চার, কুষ্টিয়া ও মেহেরপুরে একজন করে রয়েছেন। গত মাসে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬৭ জন। বর্তমানে ৪৭০ জন চিকিৎসা নিচ্ছেন। এ হাসপাতালে এখন করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪৫৪টি।

করোনা সংক্রমণের বিষয়ে তিনি বলেন, রাজশাহীতে সংক্রমণের হার আরও কমেছে। মঙ্গলবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৪৭টি নমুনা পরীক্ষায় ৯৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ, যা আগের দিনের তুলনায় সাত দশমিক ১১ শতাংশ কম। আগের দিন সোমবার করোনা শনাক্তের হার ছিল ২৯ দশমিক ০৩ শতাংশ। এর আগে রবিবার ছিল ৩৪ দশমিক ০৯ শতাংশ, শনিবার ৩৩ দশমিক ৮৩ শতাংশ, শুক্রবার ২৬ দশমিক ৭৪ শতাংশ, বৃহস্পতিবার ৪২ দশমিক ৪০ শতাংশ ও বুধবার ৩৯ দশমিক ৯০ শতাংশ।

ল্যাব সূত্র জানায়, এ দিন রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতারের পৃথক দুটি ল্যাবে দুই জেলার ৫৬২ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১১৬ জনের। রাজশাহী জেলা ছাড়াও চাঁপাইনবাগঞ্জের ১১৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।