চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার জয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:১৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৬০ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে তিন হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নৌকা প্রতীক নিয়ে আব্দুল ওদুদ ৬৯ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীক নিয়ে সামিউল হক লিটন ৫৫ হাজার ৮৮০ ভোট ও বিএনএফ প্রার্থী কামরুজ্জামান টেলিভিশন প্রতীক নিয়ে ৪ হাজার ৪০ ভোট পেয়েছেন। নির্বাচনে ২৯ দশমিক ৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

এর আড়ে ওই আসন থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার জয়

Update Time : ০১:১৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে তিন হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নৌকা প্রতীক নিয়ে আব্দুল ওদুদ ৬৯ হাজার ৬৩৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীক নিয়ে সামিউল হক লিটন ৫৫ হাজার ৮৮০ ভোট ও বিএনএফ প্রার্থী কামরুজ্জামান টেলিভিশন প্রতীক নিয়ে ৪ হাজার ৪০ ভোট পেয়েছেন। নির্বাচনে ২৯ দশমিক ৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

এর আড়ে ওই আসন থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।