নওগাঁর রাণীনগরে ৪ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • / ৮১ Time View

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ট্রাকে চড়ে ডাকাতি করতে যাওয়ার পথে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নওগাঁ-নাটোর অঞ্চলিক সহাসড়কের রাণীনগর উপজেলার গোনা এলাকা থেকে তাদের চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নিমাইকোলা গ্রামের সোনা মিয়া প্রামানিকের ছেলে শাকিল প্রাং (২৪), নিমাইকোলা গ্রামের লিটন মন্ডলের ছেলে মুন্না মন্ডল (১৯), রাণীনগর উপজেলার হরিশপুর মন্ডলপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম (২৮) ও আতাইকুলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিটন হোসেন (২৪)।

বুধবার রাণীনগর থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. গাজিউর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, রাণীনগর থানা পুলিশের একটি টহল টিম মঙ্গলবার রাতে গোনা এলাকায় টহল দিচ্ছিল। অনুমানিক রাত ১২ টার দিকে হটাৎ করে একটি ট্রাক নওগাঁ-নাটোর অঞ্চলিক সহাসড়কের রাণীনগর উপজেলার গোনা এলাকায় দাঁড়ায়। এরপর টহল পুলিশ ওই গাড়িটি দেখে সন্দেহ হলে গাড়িটি চেক করতে যান। এমতাবস্থায় পুলিশ দেখে গাড়ির ভিতরে থাকা ১০-১২ জনের ডাকাত দলের সদস্যরা পালাতে শুরু করেন। এ সময় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাঁসুয়া, তিনটি ছুরি, একটি সাবল, দুইটি রড, দড়ি ও কসটেপ উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন একটি এলাকায় তারা ডাকাতি করার উদ্যেশ্যে যাচ্ছিল। গ্রেফতারকৃত ৪ জনসহ অজ্ঞাতনামা আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতার ৪ জনকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনের সময় রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, তদন্ত মেহেদী মাসুদসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর রাণীনগরে ৪ ডাকাত গ্রেফতার

Update Time : ০৭:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ট্রাকে চড়ে ডাকাতি করতে যাওয়ার পথে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নওগাঁ-নাটোর অঞ্চলিক সহাসড়কের রাণীনগর উপজেলার গোনা এলাকা থেকে তাদের চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নিমাইকোলা গ্রামের সোনা মিয়া প্রামানিকের ছেলে শাকিল প্রাং (২৪), নিমাইকোলা গ্রামের লিটন মন্ডলের ছেলে মুন্না মন্ডল (১৯), রাণীনগর উপজেলার হরিশপুর মন্ডলপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম (২৮) ও আতাইকুলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে লিটন হোসেন (২৪)।

বুধবার রাণীনগর থানা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. গাজিউর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি জানান, রাণীনগর থানা পুলিশের একটি টহল টিম মঙ্গলবার রাতে গোনা এলাকায় টহল দিচ্ছিল। অনুমানিক রাত ১২ টার দিকে হটাৎ করে একটি ট্রাক নওগাঁ-নাটোর অঞ্চলিক সহাসড়কের রাণীনগর উপজেলার গোনা এলাকায় দাঁড়ায়। এরপর টহল পুলিশ ওই গাড়িটি দেখে সন্দেহ হলে গাড়িটি চেক করতে যান। এমতাবস্থায় পুলিশ দেখে গাড়ির ভিতরে থাকা ১০-১২ জনের ডাকাত দলের সদস্যরা পালাতে শুরু করেন। এ সময় ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাঁসুয়া, তিনটি ছুরি, একটি সাবল, দুইটি রড, দড়ি ও কসটেপ উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন একটি এলাকায় তারা ডাকাতি করার উদ্যেশ্যে যাচ্ছিল। গ্রেফতারকৃত ৪ জনসহ অজ্ঞাতনামা আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতার ৪ জনকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনের সময় রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, তদন্ত মেহেদী মাসুদসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।