রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৭১ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবী থানাধীন বিহারি ক্যাম্প এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই আব্দুল আজিজ জানান, মিরপুরে ১১ নম্বর বিহারি ক্যাম্প এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দুই তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান জাহাঙ্গীর। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের মো. গোলাম হোসেনের সন্তান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

Update Time : ০৫:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবী থানাধীন বিহারি ক্যাম্প এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালাতো ভাই আব্দুল আজিজ জানান, মিরপুরে ১১ নম্বর বিহারি ক্যাম্প এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দুই তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান জাহাঙ্গীর। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জাহাঙ্গীর হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের মো. গোলাম হোসেনের সন্তান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।