যে কারণে নেইমারকে ফেরায়নি বার্সা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৩:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
  • / ১৩২ Time View

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর সময়ের অন্যতম সেরা ফুটবলার বলে ধরা হয় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে। ব্রাজিলের এই তারকা ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়টা কেটেছে বার্সেলোনায়। তাই যখন নেইমারের পিএসজি ছাড়ার কথা আসল তখন তার পরবর্তী গন্তব্য হিসেবে স্বাভাবিকভাবেই সামনে আসে কাতালানের ক্লাবটির নাম। তবে বার্সায় ফেরার গুঞ্জন থাকা সত্ত্বেও নেইমার বেছে নেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালকে।

বার্সায় ফেরার গুঞ্জন থাকলেও নেইমারের আল হিলালে যাওয়ার পর প্রশ্ন উঠেছিল তার বার্সায় না যাওয়ার কারণ নিয়ে। সম্প্রতি বার্সেলোনার নতুন স্পোর্টিং ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন বার্সা এবং পর্তুগালের সাবেক খেলোয়াড় ডেকো। স্পোর্টিং ডিরেক্টর হিসেবে পরিচিত করে দেওয়ার সংবাদ সম্মেলনে ডেকোকে প্রশ্ন করা হয় নেইমারের বার্সায় না ফেরা নিয়ে। বার্সার নতুন ডিরেক্টর ব্যাখাও দিয়েছেন নেইমারের না ফেরানো নিয়ে।

ডেকো ব্যাখ্যায় জানান, নেইমারকে ফেরাতে না পারার কারণ বার্সেলোনার চলমান আর্থিক সংকট। নেইমারকে দলে ভেড়াতে পিএসিজেক দলবদল ফি বাবদ ৯ কোটি ইউরো দিয়েছে আল হিলাল। এর সঙ্গে ‘অ্যাড অনস’ মিলিয়ে অঙ্কটা আরও বাড়বে। আর নেইমারকে তারা প্রতিবছর বেতন দেবে ১০ কোটি ইউরো। যেটা বার্সার পক্ষে সম্ভব হতো না।

বার্সেলোনার পক্ষে এই সময়ে একজন খেলোয়াড় কেনার পেছনে এত অর্থ ব্যয় করা মোটেও সম্ভব নয়। কোচ জাভি হার্নান্দেজ যদিও গুঞ্জন চলার সময় ‘নেইমার আমাদের পরিকল্পনায় নেই’ বললেও ব্রাজিলিয়ান তারকাকে দলে ফেরাতে না পারার মূল কারণ যে অর্থসংকট, ডেকো জানালেন সেটাই।

যে কারণে নেইমারকে ফেরায়নি বার্সা
সৌদিতে রাজকীয় বাড়ি, ব্যক্তিগত বিমানসহ আরও যা পাচ্ছেন নেইমার
ব্রাজিলে জন্ম নেওয়া পর্তুগিজ ফুটবলার ডেকো নেইমারকে না ফেরানোর ব্যাখ্যা হিসেবে বলেছেন, ‘এটা এখন সবাই জানে। দুর্ভাগ্যবশত আমাদের বর্তমান আর্থিক সংকটের কারণে এমন চুক্তি করা অসম্ভব।’ ডেকো এরপর যোগ করেন, ‘আমাদের পিএসজির সঙ্গে বোঝাপড়া করতে হতো অথবা সৌদি আরবের ক্লাবের সঙ্গে একটা সমঝোতায় আসতে হতো। কিন্তু এর কোনোটিই হয়নি।’

২০১৭ সালে বার্সেলোনা থেকেই ২২ কোটি ২০ লাখ ইউরোতে পিএসজিতে নাম লিখিয়েছিলেন নেইমার; দলবদল ইতিহাসে যা এখনো বিশ্ব রেকর্ড।

Tag :

Please Share This Post in Your Social Media

যে কারণে নেইমারকে ফেরায়নি বার্সা

Update Time : ০৩:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর সময়ের অন্যতম সেরা ফুটবলার বলে ধরা হয় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে। ব্রাজিলের এই তারকা ফুটবলারের ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়টা কেটেছে বার্সেলোনায়। তাই যখন নেইমারের পিএসজি ছাড়ার কথা আসল তখন তার পরবর্তী গন্তব্য হিসেবে স্বাভাবিকভাবেই সামনে আসে কাতালানের ক্লাবটির নাম। তবে বার্সায় ফেরার গুঞ্জন থাকা সত্ত্বেও নেইমার বেছে নেন সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালকে।

বার্সায় ফেরার গুঞ্জন থাকলেও নেইমারের আল হিলালে যাওয়ার পর প্রশ্ন উঠেছিল তার বার্সায় না যাওয়ার কারণ নিয়ে। সম্প্রতি বার্সেলোনার নতুন স্পোর্টিং ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন বার্সা এবং পর্তুগালের সাবেক খেলোয়াড় ডেকো। স্পোর্টিং ডিরেক্টর হিসেবে পরিচিত করে দেওয়ার সংবাদ সম্মেলনে ডেকোকে প্রশ্ন করা হয় নেইমারের বার্সায় না ফেরা নিয়ে। বার্সার নতুন ডিরেক্টর ব্যাখাও দিয়েছেন নেইমারের না ফেরানো নিয়ে।

ডেকো ব্যাখ্যায় জানান, নেইমারকে ফেরাতে না পারার কারণ বার্সেলোনার চলমান আর্থিক সংকট। নেইমারকে দলে ভেড়াতে পিএসিজেক দলবদল ফি বাবদ ৯ কোটি ইউরো দিয়েছে আল হিলাল। এর সঙ্গে ‘অ্যাড অনস’ মিলিয়ে অঙ্কটা আরও বাড়বে। আর নেইমারকে তারা প্রতিবছর বেতন দেবে ১০ কোটি ইউরো। যেটা বার্সার পক্ষে সম্ভব হতো না।

বার্সেলোনার পক্ষে এই সময়ে একজন খেলোয়াড় কেনার পেছনে এত অর্থ ব্যয় করা মোটেও সম্ভব নয়। কোচ জাভি হার্নান্দেজ যদিও গুঞ্জন চলার সময় ‘নেইমার আমাদের পরিকল্পনায় নেই’ বললেও ব্রাজিলিয়ান তারকাকে দলে ফেরাতে না পারার মূল কারণ যে অর্থসংকট, ডেকো জানালেন সেটাই।

যে কারণে নেইমারকে ফেরায়নি বার্সা
সৌদিতে রাজকীয় বাড়ি, ব্যক্তিগত বিমানসহ আরও যা পাচ্ছেন নেইমার
ব্রাজিলে জন্ম নেওয়া পর্তুগিজ ফুটবলার ডেকো নেইমারকে না ফেরানোর ব্যাখ্যা হিসেবে বলেছেন, ‘এটা এখন সবাই জানে। দুর্ভাগ্যবশত আমাদের বর্তমান আর্থিক সংকটের কারণে এমন চুক্তি করা অসম্ভব।’ ডেকো এরপর যোগ করেন, ‘আমাদের পিএসজির সঙ্গে বোঝাপড়া করতে হতো অথবা সৌদি আরবের ক্লাবের সঙ্গে একটা সমঝোতায় আসতে হতো। কিন্তু এর কোনোটিই হয়নি।’

২০১৭ সালে বার্সেলোনা থেকেই ২২ কোটি ২০ লাখ ইউরোতে পিএসজিতে নাম লিখিয়েছিলেন নেইমার; দলবদল ইতিহাসে যা এখনো বিশ্ব রেকর্ড।