ম্যাচ হেরে বাংলাদেশি পেসারদের প্রশংসা করলেন লাথাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে ক্রিকেটের বড় পরাশক্তি হিসেবেই ধরা হয় নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। সেই কিউইদেরই বলের হিসেবে সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ দিল বাংলাদেশ ক্রিকেট দল। ভুলে যাওয়ার মতো দিনটিতে তারা বাংলাদেশের কাছে হেরেছে ৯ উইকেটে। মাত্র ৯৮ রানে গুটিয়ে গিয়েছিল স্বাগতিকরা। যার সবগুলো উইকেটই নিয়েছে টাইগার পেসাররা। শরিফুল ইসলাম-তানজিম সাকিবদের এমন পারফরম্যান্সের পর তাদের প্রশংসা না করে উপায় ছিল না কিউই অধিনায়ক টম লাথামের।

টাইগার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শুরুর দুই উইকেটই নিয়েছেন তানজিম সাকিব। এরপরের গুলোও দারুণ বোলিংয়ে আদায় করে নিয়েছেন শরীফুল,সৌম্য ও মুস্তাফিজ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে টাইগার পেসারদের নিয়ে টম লাথাম বলেন, ‘বাংলাদেশ (বোলাররা) মুভমেন্ট পেয়েছে এবং ভালো জায়গায় বল করেছে। তাদের প্রশংসা করতেই হবে।’

তিনি ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে তাদের বাজে পারফরম্যান্স নিয়েও বলেন, ‘ এটি আমাদের জন্য খুবই নিচুমানের পারফরম্যান্স। ব্যাট হাতে আমরা কোনো জুটিই গড়তে পারিনি। বাংলাদেশ এই পিচে বোলিং করার একটি ভালো উপায় খুঁজে পেয়েছিল যার উত্তর আমাদের কাছে ছিল না। এছাড়াও আমরা কোনো চাপ তৈরি করতে পারিনি এবং তাদের ওপর তা ফিরিয়েও দিতে পারিনি। বেশ হতাশাজনক এটি। আমি এটা আশা করিনি যে এটি একটি সাধারণ ম্যাকলিন পার্ক উইকেট হবে। বাংলাদেশ বোলিং করার জন্য একটি সুন্দর দৈর্ঘ্য খুঁজে পেয়েছিল এবং তারা কিছুটা সাইডওয়ে মুভমেন্টের সাথে স্টাম্পে আঘাত করতে সক্ষম হয়েছিল যা আমরা প্রতিহত করতে পারিনি। পুরো কৃতিত্ব তাদের। হাফওয়ে মার্ক এ, আমরা জানতাম যে তারা ব্যাট নিয়ে বেশ শক্তভাবে আসবে এবং আমাদের লেন্থ থেকে আঘাত করার চেষ্টা করবে যা তারা করেছিল। সামগ্রিকভাবে, আপনি সবসময় এ রকম একটি সিরিজ দেখবেন এবং এটা চমৎকার যে আমরা কিছু নতুন খেলোয়াড়কে এই সিরিজে দলে পরিচয় করিয়ে দিতে পেরেছি, কিছু ছেলেকে আন্তর্জাতিক অভিজ্ঞতা দিতে পেরেছি। আপনি যখনই হেরে যান, প্রতিটি খেলা খেলেন, আপনি সবসময় শিখতে চান। শেষ তিনটি ম্যাচে, ছেলেরা অবশ্যই চ্যালেঞ্জ থেকে শিখবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ম্যাচ হেরে বাংলাদেশি পেসারদের প্রশংসা করলেন লাথাম

Update Time : ০২:৩৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

ওয়ানডে ক্রিকেটের বড় পরাশক্তি হিসেবেই ধরা হয় নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। সেই কিউইদেরই বলের হিসেবে সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ দিল বাংলাদেশ ক্রিকেট দল। ভুলে যাওয়ার মতো দিনটিতে তারা বাংলাদেশের কাছে হেরেছে ৯ উইকেটে। মাত্র ৯৮ রানে গুটিয়ে গিয়েছিল স্বাগতিকরা। যার সবগুলো উইকেটই নিয়েছে টাইগার পেসাররা। শরিফুল ইসলাম-তানজিম সাকিবদের এমন পারফরম্যান্সের পর তাদের প্রশংসা না করে উপায় ছিল না কিউই অধিনায়ক টম লাথামের।

টাইগার পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৭ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শুরুর দুই উইকেটই নিয়েছেন তানজিম সাকিব। এরপরের গুলোও দারুণ বোলিংয়ে আদায় করে নিয়েছেন শরীফুল,সৌম্য ও মুস্তাফিজ।

ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে টাইগার পেসারদের নিয়ে টম লাথাম বলেন, ‘বাংলাদেশ (বোলাররা) মুভমেন্ট পেয়েছে এবং ভালো জায়গায় বল করেছে। তাদের প্রশংসা করতেই হবে।’

তিনি ম্যাচ শেষে সম্প্রচার চ্যানেলকে তাদের বাজে পারফরম্যান্স নিয়েও বলেন, ‘ এটি আমাদের জন্য খুবই নিচুমানের পারফরম্যান্স। ব্যাট হাতে আমরা কোনো জুটিই গড়তে পারিনি। বাংলাদেশ এই পিচে বোলিং করার একটি ভালো উপায় খুঁজে পেয়েছিল যার উত্তর আমাদের কাছে ছিল না। এছাড়াও আমরা কোনো চাপ তৈরি করতে পারিনি এবং তাদের ওপর তা ফিরিয়েও দিতে পারিনি। বেশ হতাশাজনক এটি। আমি এটা আশা করিনি যে এটি একটি সাধারণ ম্যাকলিন পার্ক উইকেট হবে। বাংলাদেশ বোলিং করার জন্য একটি সুন্দর দৈর্ঘ্য খুঁজে পেয়েছিল এবং তারা কিছুটা সাইডওয়ে মুভমেন্টের সাথে স্টাম্পে আঘাত করতে সক্ষম হয়েছিল যা আমরা প্রতিহত করতে পারিনি। পুরো কৃতিত্ব তাদের। হাফওয়ে মার্ক এ, আমরা জানতাম যে তারা ব্যাট নিয়ে বেশ শক্তভাবে আসবে এবং আমাদের লেন্থ থেকে আঘাত করার চেষ্টা করবে যা তারা করেছিল। সামগ্রিকভাবে, আপনি সবসময় এ রকম একটি সিরিজ দেখবেন এবং এটা চমৎকার যে আমরা কিছু নতুন খেলোয়াড়কে এই সিরিজে দলে পরিচয় করিয়ে দিতে পেরেছি, কিছু ছেলেকে আন্তর্জাতিক অভিজ্ঞতা দিতে পেরেছি। আপনি যখনই হেরে যান, প্রতিটি খেলা খেলেন, আপনি সবসময় শিখতে চান। শেষ তিনটি ম্যাচে, ছেলেরা অবশ্যই চ্যালেঞ্জ থেকে শিখবে।