মেসেজ অ্যাপে নতুন ফিচার নিয়ে আসছে গুগল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • / ১২৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

মেসেজিং অ্যাপসে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেখানে আরসিএস ফিচারের প্রচলন নেই, সেখানে গুগল ফটোজ ব্যবহারের মাধ্যমে ভালো মানের ছবি পাঠাতে পারবেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গুগলের এসএমএস/আরসিএস ১০.৪ ভার্সনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অ্যাপের (এপিকে) পরীক্ষা চালিয়েছে। সেখানে গুগলের ফটোজ ব্যবহার করে এসএমএস/এমএমএসের মাধ্যমে ছবি শেয়ারের ফিচারের সন্ধান মিলেছে। গুগল ফটোজ: শেয়ার শার্পার ক্ল্যারিটি ভিডিও ইন দ্য টেক্সট নামে এই ফিচারের সেটিংসের নাম দেয়া হয়েছে।

সেটিংসের বর্ণনায় বলা হয়েছে, রিসিভাররা গুগল ফটোজের একটি লিংক পাবেন এবং সেটিতে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন। এছাড়া ফটোজ অ্যাপের চ্যাট উইন্ডো থেকে ভিডিও দেখা যাবে। তবে আইওএস ডিভাইস ব্যবহারকারীদের জন্য এই ফিচারের ব্যবহার কিছুটা ভিন্ন হতে পারে। ভিডিও দেখার জন্য আলাদা ব্রাউজারে ফটোজের লিংক চালু করতে হবে।

গুগল ফটোজের মাধ্যমে ভিডিও শেয়ার করার ফিচারটি একেবারে নতুন কোনো উদ্ভাবন না হলেও এটি খুবই উপকারী। অনেক ব্র্যান্ড এরই মধ্যে এই ফিচার ব্যবহার করছে। স্যামসাং তাদের ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করেছে। ফলে যে কেউ এক বা একাধিক ছবি কিংবা ভিডিও নির্বাচন করে লিংক তৈরির মাধ্যমে যেকোনো চ্যানেলে শেয়ার করতে পারবেন। গুগল ফটোজেও এ ধরনের একটি ফিচার রয়েছে। তবে উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের মাধ্যমে লিংক তৈরি করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

মেসেজ অ্যাপে নতুন ফিচার নিয়ে আসছে গুগল

Update Time : ০৪:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

মেসেজিং অ্যাপসে নতুন ফিচার যুক্ত করতে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা যেখানে আরসিএস ফিচারের প্রচলন নেই, সেখানে গুগল ফটোজ ব্যবহারের মাধ্যমে ভালো মানের ছবি পাঠাতে পারবেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

নাইনটুফাইভগুগলের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গুগলের এসএমএস/আরসিএস ১০.৪ ভার্সনের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অ্যাপের (এপিকে) পরীক্ষা চালিয়েছে। সেখানে গুগলের ফটোজ ব্যবহার করে এসএমএস/এমএমএসের মাধ্যমে ছবি শেয়ারের ফিচারের সন্ধান মিলেছে। গুগল ফটোজ: শেয়ার শার্পার ক্ল্যারিটি ভিডিও ইন দ্য টেক্সট নামে এই ফিচারের সেটিংসের নাম দেয়া হয়েছে।

সেটিংসের বর্ণনায় বলা হয়েছে, রিসিভাররা গুগল ফটোজের একটি লিংক পাবেন এবং সেটিতে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন। এছাড়া ফটোজ অ্যাপের চ্যাট উইন্ডো থেকে ভিডিও দেখা যাবে। তবে আইওএস ডিভাইস ব্যবহারকারীদের জন্য এই ফিচারের ব্যবহার কিছুটা ভিন্ন হতে পারে। ভিডিও দেখার জন্য আলাদা ব্রাউজারে ফটোজের লিংক চালু করতে হবে।

গুগল ফটোজের মাধ্যমে ভিডিও শেয়ার করার ফিচারটি একেবারে নতুন কোনো উদ্ভাবন না হলেও এটি খুবই উপকারী। অনেক ব্র্যান্ড এরই মধ্যে এই ফিচার ব্যবহার করছে। স্যামসাং তাদের ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করেছে। ফলে যে কেউ এক বা একাধিক ছবি কিংবা ভিডিও নির্বাচন করে লিংক তৈরির মাধ্যমে যেকোনো চ্যানেলে শেয়ার করতে পারবেন। গুগল ফটোজেও এ ধরনের একটি ফিচার রয়েছে। তবে উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের মাধ্যমে লিংক তৈরি করতে হবে।