মিক্স ফোল্ড ২ স্মার্টফোন আনবে শাওমি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:৫৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ১৭৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

দ্বিতীয় প্রান্তিকে মিক্স ফোল্ড ২ স্মার্টফোন আনতে যাচ্ছে শাওমি। স্মার্টফোনটি বাজারজাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না পাওয়া গেলেও এর আগে বেশকিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোয় স্মার্টফোনটির বৈশিষ্ট্য ও বাজারজাতের সম্ভাব্য সময়সীমা উল্লেখ করা হতো। তবে বর্তমানে বাজারজাতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।

২০২১ সালে প্রযুক্তিবাজারে প্রথমবারের মতো এমআই মিক্স ফোল্ড স্মার্টফোন উন্মোচন করে শাওমি। বাজারে আসার পর থেকেই তা ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে ছিল।

শাওমি-এর আসন্ন মিক্স ফোল্ড ২ ফোল্ডেবল স্মার্টফোনে 8-ইঞ্চি LTPO ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ২.৫কে হবে। ডিসপ্লের পাশাপাশি টিপস্টার এই ফোনের চিপসেট সম্পর্কেও তথ্য শেয়ার করেছে। শাওমি-এর এই ফোল্ডেবল ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দেওয়া হতে পারে।

গিজমোচিনা-এর রিপোর্টে বলা হয়েছে যে শাওমি র এই ডিভাইসটি সম্পর্কে এই মুহূর্তে এটা স্পষ্ট নয় যে এটি মিক্স ফোল্ড ২, তবে স্ক্রিনের আকার দেখে এটি অনুমান করা হয়েছে। এই ডিসপ্লে সাইজ মিক্স ফোল্ড সিরিজ ছাড়া আর কোথাও ফিট করে না।

শাওমিআগামী কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। রেডমি-এর এই সিরিজে রেডমি কে৫০, রেডমি কে৫০ প্রো ,রেডমি কে৫০ প্রো প্লাস, এবং রেডমি কে৫০ গেমিং এডিশন স্মার্টফোনগুলি লঞ্চ হবে।

শাওমি সম্পর্কে খবর আছে যে কোম্পানি দুটি হাই-এন্ড ক্যামেরা ফিচার যুক্ত স্মার্টফোন নিয়েও কাজ করছে। এর পাশাপাশি এটাও জানা গেছে যে কোম্পানি মিড-রেঞ্জ রেডমি নোট ১২সিরিজও লঞ্চ করছে। মিক্স ফোল্ড ২ স্মার্টফোনের পাশাপাশি, শাওমিআরেকটি ফোল্ডেবল স্মার্টফোন, মিক্স ফ্লিপ স্মার্টফোন নিয়েও কাজ করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মিক্স ফোল্ড ২ স্মার্টফোন আনবে শাওমি

Update Time : ০২:৫৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

দ্বিতীয় প্রান্তিকে মিক্স ফোল্ড ২ স্মার্টফোন আনতে যাচ্ছে শাওমি। স্মার্টফোনটি বাজারজাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না পাওয়া গেলেও এর আগে বেশকিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোয় স্মার্টফোনটির বৈশিষ্ট্য ও বাজারজাতের সম্ভাব্য সময়সীমা উল্লেখ করা হতো। তবে বর্তমানে বাজারজাতের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে।

২০২১ সালে প্রযুক্তিবাজারে প্রথমবারের মতো এমআই মিক্স ফোল্ড স্মার্টফোন উন্মোচন করে শাওমি। বাজারে আসার পর থেকেই তা ব্যবহারকারীদের পছন্দের শীর্ষে ছিল।

শাওমি-এর আসন্ন মিক্স ফোল্ড ২ ফোল্ডেবল স্মার্টফোনে 8-ইঞ্চি LTPO ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ২.৫কে হবে। ডিসপ্লের পাশাপাশি টিপস্টার এই ফোনের চিপসেট সম্পর্কেও তথ্য শেয়ার করেছে। শাওমি-এর এই ফোল্ডেবল ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট দেওয়া হতে পারে।

গিজমোচিনা-এর রিপোর্টে বলা হয়েছে যে শাওমি র এই ডিভাইসটি সম্পর্কে এই মুহূর্তে এটা স্পষ্ট নয় যে এটি মিক্স ফোল্ড ২, তবে স্ক্রিনের আকার দেখে এটি অনুমান করা হয়েছে। এই ডিসপ্লে সাইজ মিক্স ফোল্ড সিরিজ ছাড়া আর কোথাও ফিট করে না।

শাওমিআগামী কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। রেডমি-এর এই সিরিজে রেডমি কে৫০, রেডমি কে৫০ প্রো ,রেডমি কে৫০ প্রো প্লাস, এবং রেডমি কে৫০ গেমিং এডিশন স্মার্টফোনগুলি লঞ্চ হবে।

শাওমি সম্পর্কে খবর আছে যে কোম্পানি দুটি হাই-এন্ড ক্যামেরা ফিচার যুক্ত স্মার্টফোন নিয়েও কাজ করছে। এর পাশাপাশি এটাও জানা গেছে যে কোম্পানি মিড-রেঞ্জ রেডমি নোট ১২সিরিজও লঞ্চ করছে। মিক্স ফোল্ড ২ স্মার্টফোনের পাশাপাশি, শাওমিআরেকটি ফোল্ডেবল স্মার্টফোন, মিক্স ফ্লিপ স্মার্টফোন নিয়েও কাজ করছে।