বোরো ধানের বাম্পার ফলনের আশা কৃষকদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৫৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
  • / ২১৬ Time View

রোকন সরকার, কুড়িগ্রাম :

উত্তরের জেলা কুড়িগ্রামে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। ঘন সবুজের সমারোহ দেখা গেছে চারদিকে।

জেলায় চলতি ইরি-বোরো মৌসুমে চারা রোপণের পর ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ধান চাষীরা। কৃষকদের নিবিড় পরিচর্যায় রোপণ করা চারা দ্রুত বেড়ে উঠেছে। সবুজে ছেয়ে গেছে ধানক্ষেত। বসন্ত বাতাসে জেলায় দিগন্ত জুড়ে দোল খাচ্ছে সবুজের ঢেউ। সারাদিন কৃষাণ-কৃষাণী আর কৃষি শ্রমিকের কর্মব্যস্ততায় মুখরিত ফসলের মাঠ। আর দিগন্ত জুড়ে সবুজের মাঝেই বোরোর বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা।

কৃষকরা জানান, চারা রোপণের পর থেকেই সময় মত সেচ, সুষম মাত্রায় সার প্রয়োগ, নিড়ানি দেয়াসহ কৃষি অফিসের পরামর্শ মতো ক্ষেতের পরিচর্যা করে আসছি। ধান ক্ষেতের অবস্থা আপাতত ভালোই দেখা যাচ্ছে। আমরা আশাকরি অন্যান্য বারের চেয়ে এবারে কম খরচে অধিক ফসল ঘরে তুলতে পারবো।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুর রশিদ জানান, চলতি মৌসুমে জেলার ৯ টি উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫৫৫ হেক্টর জমিতে।ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদী অববাহিকার কৃষকরা ১ হাজার ২৩০ হেক্টর জমিতে বোরো চাষাবাদসহ অর্জন হয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৭৪০ হেক্টর। গত বছরের চেয়ে এ বছর বোরো চাষের ফলন ভালো দেখা যাচ্ছে। আশা করছি আবহাওয়া অনুকূল থাকলে কৃষকরা বাম্পার ফলন পাবে এবং দামেও ভালো পাবে।

Please Share This Post in Your Social Media

বোরো ধানের বাম্পার ফলনের আশা কৃষকদের

Update Time : ১২:৫৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২

রোকন সরকার, কুড়িগ্রাম :

উত্তরের জেলা কুড়িগ্রামে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। ঘন সবুজের সমারোহ দেখা গেছে চারদিকে।

জেলায় চলতি ইরি-বোরো মৌসুমে চারা রোপণের পর ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ধান চাষীরা। কৃষকদের নিবিড় পরিচর্যায় রোপণ করা চারা দ্রুত বেড়ে উঠেছে। সবুজে ছেয়ে গেছে ধানক্ষেত। বসন্ত বাতাসে জেলায় দিগন্ত জুড়ে দোল খাচ্ছে সবুজের ঢেউ। সারাদিন কৃষাণ-কৃষাণী আর কৃষি শ্রমিকের কর্মব্যস্ততায় মুখরিত ফসলের মাঠ। আর দিগন্ত জুড়ে সবুজের মাঝেই বোরোর বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা।

কৃষকরা জানান, চারা রোপণের পর থেকেই সময় মত সেচ, সুষম মাত্রায় সার প্রয়োগ, নিড়ানি দেয়াসহ কৃষি অফিসের পরামর্শ মতো ক্ষেতের পরিচর্যা করে আসছি। ধান ক্ষেতের অবস্থা আপাতত ভালোই দেখা যাচ্ছে। আমরা আশাকরি অন্যান্য বারের চেয়ে এবারে কম খরচে অধিক ফসল ঘরে তুলতে পারবো।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুর রশিদ জানান, চলতি মৌসুমে জেলার ৯ টি উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫৫৫ হেক্টর জমিতে।ব্রহ্মপুত্র, তিস্তা ও ধরলা নদী অববাহিকার কৃষকরা ১ হাজার ২৩০ হেক্টর জমিতে বোরো চাষাবাদসহ অর্জন হয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৭৪০ হেক্টর। গত বছরের চেয়ে এ বছর বোরো চাষের ফলন ভালো দেখা যাচ্ছে। আশা করছি আবহাওয়া অনুকূল থাকলে কৃষকরা বাম্পার ফলন পাবে এবং দামেও ভালো পাবে।