বৃষ্টির শঙ্কা নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ১৪০ Time View

স্পোর্টস ডেস্কঃ

মিরপুর শেরে বাংলায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আজ। একই ভেন্যুতে বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়িয়েও পরিত্যক্ত হয়। আজকের ম্যাচেও বৃষ্টির শঙ্কা আছে। আজ সকাল থেকে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঠিক খেলা শুরুর আগে, শুরুর সময় এবং এক ঘণ্টা পর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৯০ থেকে ৮০ শতাংশ।
বেলা ১টা ও দুপুর ২টায় বৃষ্টির সম্ভাবনা আছে ৯০ শতাংশ, আর বিকেল ৩টা নাগদ বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে এবং রাতে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। বিকেল ৪টা ও ৫ টায় ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর থেকে রাত পর্যন্ত বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশ কম, মাত্র ২০ %। আবহাওয়ার পূর্বাভাস সত্য হলে আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা খুব কম। তবে যেহেতু খেলা শুরুর সময় ৮০ থেকে ৯০% বৃষ্টি পড়ার সম্ভাবনার কথা বলা আছে, তাই দুপুর ২টায় মানে নির্ধারিত সময়ে খেলা শুরুর সম্ভাবনা ক্ষীণ।

Tag :

Please Share This Post in Your Social Media

বৃষ্টির শঙ্কা নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ-নিউজিল্যান্ড

Update Time : ১১:১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্কঃ

মিরপুর শেরে বাংলায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আজ। একই ভেন্যুতে বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়িয়েও পরিত্যক্ত হয়। আজকের ম্যাচেও বৃষ্টির শঙ্কা আছে। আজ সকাল থেকে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ঠিক খেলা শুরুর আগে, শুরুর সময় এবং এক ঘণ্টা পর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা ৯০ থেকে ৮০ শতাংশ।
বেলা ১টা ও দুপুর ২টায় বৃষ্টির সম্ভাবনা আছে ৯০ শতাংশ, আর বিকেল ৩টা নাগদ বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার আগে এবং রাতে বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। বিকেল ৪টা ও ৫ টায় ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। তারপর থেকে রাত পর্যন্ত বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশ কম, মাত্র ২০ %। আবহাওয়ার পূর্বাভাস সত্য হলে আজ ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা খুব কম। তবে যেহেতু খেলা শুরুর সময় ৮০ থেকে ৯০% বৃষ্টি পড়ার সম্ভাবনার কথা বলা আছে, তাই দুপুর ২টায় মানে নির্ধারিত সময়ে খেলা শুরুর সম্ভাবনা ক্ষীণ।