বিশ্বের প্রথম ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
  • / ১২৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা গর্বিত জাতি যে বিশ্বের প্রথম ডাকটিকিট প্রদর্শনীর আয়োজন করেছি আমরা। এটি ভাবতেই বুকটা ভরে যায় যে কোনও উন্নত বা পশ্চিমা দেশ নয়, ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী আমরা প্রথম করলাম। এই ধারাবাহিকতাতেই আমাদের ডাক অধিদফতর ডিজিটাল হচ্ছে। এর শুরুর কাজটা বেশ এগিয়েছে এবং আমাদের ডাকটিকিট বিশ্বের যেকোনও প্রান্ত থেকে যে কেউ ডিজিটাল পদ্ধতিতে দেখতে পারবেন।

মন্ত্রী বলেন, এর ধারাবাহিকতায় আমাদের ডাক অধিদপ্তর ডিজিটাল হচ্ছে। এর প্রারম্ভিক কাজ বেশ এগিয়েছে এবং আমাদের ডাকটিকিট বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ ডিজিটাল পদ্ধতিতে দেখতে পাবে।

মন্ত্রী শুক্রবার রাজধানীতে অনলাইনে ফেডারেশন অব ইন্টার এশিয়া ফিলাটেলির সহযোগিতায় বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের উদ্যোগে প্রথম বারের মতো আয়োজিত ‘বঙ্গবন্ধু-২০২১’ শীর্ষক ভার্চুয়াল স্মারক ডাকটিকিট প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরীফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, এফআইপি’র প্রেসিডেন্ট বার্নার্ড বেস্টন এবং এফআইএপি’র প্রেসিডেন্ট ড. প্রকোপ চিরাকীতি ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য দেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ৩টি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এ প্রদর্শনী দেখার জন্য www.bangabandhu2021.com
ওয়েবসাইটে লগইন করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বিশ্বের প্রথম ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী করলো বাংলাদেশ

Update Time : ১০:০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমরা গর্বিত জাতি যে বিশ্বের প্রথম ডাকটিকিট প্রদর্শনীর আয়োজন করেছি আমরা। এটি ভাবতেই বুকটা ভরে যায় যে কোনও উন্নত বা পশ্চিমা দেশ নয়, ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী আমরা প্রথম করলাম। এই ধারাবাহিকতাতেই আমাদের ডাক অধিদফতর ডিজিটাল হচ্ছে। এর শুরুর কাজটা বেশ এগিয়েছে এবং আমাদের ডাকটিকিট বিশ্বের যেকোনও প্রান্ত থেকে যে কেউ ডিজিটাল পদ্ধতিতে দেখতে পারবেন।

মন্ত্রী বলেন, এর ধারাবাহিকতায় আমাদের ডাক অধিদপ্তর ডিজিটাল হচ্ছে। এর প্রারম্ভিক কাজ বেশ এগিয়েছে এবং আমাদের ডাকটিকিট বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কেউ ডিজিটাল পদ্ধতিতে দেখতে পাবে।

মন্ত্রী শুক্রবার রাজধানীতে অনলাইনে ফেডারেশন অব ইন্টার এশিয়া ফিলাটেলির সহযোগিতায় বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের উদ্যোগে প্রথম বারের মতো আয়োজিত ‘বঙ্গবন্ধু-২০২১’ শীর্ষক ভার্চুয়াল স্মারক ডাকটিকিট প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরীফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, এফআইপি’র প্রেসিডেন্ট বার্নার্ড বেস্টন এবং এফআইএপি’র প্রেসিডেন্ট ড. প্রকোপ চিরাকীতি ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য দেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বাংলাদেশ ফিলাটেলিক ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ৩টি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এ প্রদর্শনী দেখার জন্য www.bangabandhu2021.com
ওয়েবসাইটে লগইন করতে হবে।