বিবর্ণ নেইমারে জয়বঞ্চিত আল হিলাল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০২:১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার এই মৌসুমেই নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে। দলটির হয়ে অভিষেকেই দেখিয়েছিলেন নিজের জাদু গোল না পেলেও করেছিলেন গোল সহায়তা তবে তার পরের ম্যাচেই নিষ্প্রভ এই খেলোয়াড় না করেছেন গোল, না করেছেন অ্যাসিস্ট ফলাফল জয় পায়নি আল-হিলাল। এবার নিজের তৃতীয় ম্যাচেও কিছু করতে পারলেন না সাম্বা ফুটবলের প্রতিনিধিরা।

আল হিলালের জার্সিতে নেইমারের অভিষেক সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে তার দল সে ম্যাচ জিতেছিল ৬–১ গোলে। এরপর এএফসি চ্যাম্পিয়নস লিগেও অভিষেক হয়েছে নেইমারের। উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের বিপক্ষে সেই ম্যাচে আল হিলাল ১–১ গোলে ড্র করেছে। নেইমারের কোনো গোল ছিল না, ছিল না গোলে সহায়তাও। উল্টো একটি হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

আল হিলালের হয়ে নিজের তৃতীয় ম্যাচও খেলে ফেলেছেন নেইমার গতকাল। অবস্থা সেই আগের দুই ম্যাচের মতোই। গোল পাননি, সতীর্থের কোনো গোলে সহায়তাও নেই। তার দলও জিততে পারেনি। এগিয়ে গিয়েও দামাকের মাঠ থেকে ১–১ গোলের ড্র নিয়ে ফিরেছে আল হিলাল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৯ মিনিটেই লিড নেয় আল হিলাল। বাঁ প্রান্ত দিয়ে অসাধারণ এক দৌড়ে দামাকের রক্ষণ এলোমেলো করে দিয়ে বক্সের মধ্যে বল ফেলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা সালেম আল দাওসারি।

Tag :

Please Share This Post in Your Social Media

বিবর্ণ নেইমারে জয়বঞ্চিত আল হিলাল

Update Time : ০২:১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার এই মৌসুমেই নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে। দলটির হয়ে অভিষেকেই দেখিয়েছিলেন নিজের জাদু গোল না পেলেও করেছিলেন গোল সহায়তা তবে তার পরের ম্যাচেই নিষ্প্রভ এই খেলোয়াড় না করেছেন গোল, না করেছেন অ্যাসিস্ট ফলাফল জয় পায়নি আল-হিলাল। এবার নিজের তৃতীয় ম্যাচেও কিছু করতে পারলেন না সাম্বা ফুটবলের প্রতিনিধিরা।

আল হিলালের জার্সিতে নেইমারের অভিষেক সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে তার দল সে ম্যাচ জিতেছিল ৬–১ গোলে। এরপর এএফসি চ্যাম্পিয়নস লিগেও অভিষেক হয়েছে নেইমারের। উজবেকিস্তানের ক্লাব নাভবাহোরের বিপক্ষে সেই ম্যাচে আল হিলাল ১–১ গোলে ড্র করেছে। নেইমারের কোনো গোল ছিল না, ছিল না গোলে সহায়তাও। উল্টো একটি হলুদ কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা।

আল হিলালের হয়ে নিজের তৃতীয় ম্যাচও খেলে ফেলেছেন নেইমার গতকাল। অবস্থা সেই আগের দুই ম্যাচের মতোই। গোল পাননি, সতীর্থের কোনো গোলে সহায়তাও নেই। তার দলও জিততে পারেনি। এগিয়ে গিয়েও দামাকের মাঠ থেকে ১–১ গোলের ড্র নিয়ে ফিরেছে আল হিলাল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৯ মিনিটেই লিড নেয় আল হিলাল। বাঁ প্রান্ত দিয়ে অসাধারণ এক দৌড়ে দামাকের রক্ষণ এলোমেলো করে দিয়ে বক্সের মধ্যে বল ফেলেন কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে জয়সূচক গোল করা সালেম আল দাওসারি।