বাসা বা প্রতিষ্ঠানের ঠিকানা যেভাবে গুগল ম্যাপে যুক্ত করতে হয়

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • / ১৩৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আজকাল যেকোনও ঠিকানা খোঁজার অন্যতম কার্যকর একটি অনুষঙ্গ হলো গুগল ম্যাপস। তাই কাউকে ঠিকানা বলার চেয়ে বা কোনও প্রতিষ্ঠান খুঁজে বের করতে ম্যাপের লোকেশন দিয়ে দিলেই ঝামেলা শেষ। ম্যাপের মাধ্যমে শুধু ঠিকানা-ই নয়, বরং কীভাবে যেতে হবে সেই নির্দেশনাও পাওয়া যায়। দেখে নেওয়া যাক কীভাবে এই গুগল ম্যাপসে বাসা বাড়ি বা প্রতিষ্ঠানের ঠিকানা যুক্ত করতে হয়।

ম্যাপসে ঠিকানা যুক্ত করতে হলে প্রথমে–

মোবাইল থেকে প্রথমে ম্যাপস অ্যাপে প্রবেশ করতে হবে।

-নিচের সেভড বাটনে ট্যাপ করতে হবে।

-এরপরে যে পেজ আসবে সেখানে ‘লেবেলড’ লেখা অপশনে ট্যাপ করলে হোম ও ওয়ার্ক নামে দুটি অপশন আসবে।

-বাসা-বাড়ি যুক্ত করতে চাইলে হোম অপশনে ট্যাপ করে ঠিকানা লিখতে হবে।

-কিছু ক্ষেত্রে ঠিকানার ফরম্যাট গ্রহণ করে না ম্যাপস অ্যাপ তাই তাদের প্রচলিত ফরম্যাটে লিখতে হবে।

-এরপর বাসা-বাড়ির অবস্থান ঠিক করে সেভ বাটনে ট্যাপ করলেই ঠিকানা যুক্ত হয়ে যাবে।

একইভাবে প্রতিষ্ঠান যুক্ত করতে চাইলে ওয়ার্ক অপশনে গিয়ে একই ধাপগুলো পার করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

বাসা বা প্রতিষ্ঠানের ঠিকানা যেভাবে গুগল ম্যাপে যুক্ত করতে হয়

Update Time : ০৮:৪৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আজকাল যেকোনও ঠিকানা খোঁজার অন্যতম কার্যকর একটি অনুষঙ্গ হলো গুগল ম্যাপস। তাই কাউকে ঠিকানা বলার চেয়ে বা কোনও প্রতিষ্ঠান খুঁজে বের করতে ম্যাপের লোকেশন দিয়ে দিলেই ঝামেলা শেষ। ম্যাপের মাধ্যমে শুধু ঠিকানা-ই নয়, বরং কীভাবে যেতে হবে সেই নির্দেশনাও পাওয়া যায়। দেখে নেওয়া যাক কীভাবে এই গুগল ম্যাপসে বাসা বাড়ি বা প্রতিষ্ঠানের ঠিকানা যুক্ত করতে হয়।

ম্যাপসে ঠিকানা যুক্ত করতে হলে প্রথমে–

মোবাইল থেকে প্রথমে ম্যাপস অ্যাপে প্রবেশ করতে হবে।

-নিচের সেভড বাটনে ট্যাপ করতে হবে।

-এরপরে যে পেজ আসবে সেখানে ‘লেবেলড’ লেখা অপশনে ট্যাপ করলে হোম ও ওয়ার্ক নামে দুটি অপশন আসবে।

-বাসা-বাড়ি যুক্ত করতে চাইলে হোম অপশনে ট্যাপ করে ঠিকানা লিখতে হবে।

-কিছু ক্ষেত্রে ঠিকানার ফরম্যাট গ্রহণ করে না ম্যাপস অ্যাপ তাই তাদের প্রচলিত ফরম্যাটে লিখতে হবে।

-এরপর বাসা-বাড়ির অবস্থান ঠিক করে সেভ বাটনে ট্যাপ করলেই ঠিকানা যুক্ত হয়ে যাবে।

একইভাবে প্রতিষ্ঠান যুক্ত করতে চাইলে ওয়ার্ক অপশনে গিয়ে একই ধাপগুলো পার করতে হবে।