বাংলা ভাষাকে অপসাহিত্য ও অশ্লীলতা মুক্ত করতে হবে: মানসুর আহমদ সাকী 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৪:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / ২২৩ Time View
মুহাম্মাদ তসলিম উদ্দিন রুবেল:
ভাষা শহীদদের রক্তের পবিত্রতা রক্ষায় বাংলা ভাষাকে অপসাহিত্য ও অশ্লীলতা মুক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকী।
.
তিনি বলেন, ৬৭ বছর পরও ভাষা আন্দোলনের সে চেতনার প্রতিফলন মাতৃভাষা বাংলার ব্যবহার সর্বস্তরে প্রতিষ্ঠা লাভ করেনি। মনে হচ্ছে বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মের সেই ভালোবাসা নেই। হিন্দি সিনেমা ও সিরিয়াল দেখে শিশু থেকে বুড়োরা হিন্দি কথা বলতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। উচ্চবিত্তরা তাদের সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়ানোর প্রতি আগ্রহী হয়ে উঠছেন। এটিকে অনেকে এক ধরণের আভিজাত্য মনে করছেন। বাংলা ভাষার প্রতি এ জুলুম সত্যিই বড় নিষ্ঠুর। বাংলা ভাষার প্রতি এ অসদাচরণ বন্ধ করা এখন সময়ের দাবী। রাষ্ট্রকে এর দায় ও দায়িত্ব নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
.
তিনি আরও বলেন, মাতৃভাষা আল্লাহ তা’আলার মহান নেয়ামত। দ্বীনের প্রচারে মাতৃভাষায় বুৎপত্তি অর্জনের বিকল্প নেই। কারণ প্রত্যেক নবী-রাসূলকে নিজের মাতৃভাষায় আসমানি কিতাব প্রদান করা হয়েছে। বাংলা ভাষা আমাদের গর্ব। এই ভাষার জন্যেই এদেশের যুবকরা প্রাণ বিসর্জন দিয়েছিল। নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা পৃথিবীর অন্যতম ভাষার উচ্চতায় পৌঁছেছে। সুতরাং এই ভাষায় ইসলামী সাহিত্য এবং দাওয়াতের শ্রেষ্ঠ নমুনা স্থাপন করতে হবে।
.
আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) শাহবাগের আইএবি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
.
নগর সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শওকত ওসমান, অর্থ সম্পাদক ক্বারী মুহাম্মাদ নাছির উদ্দীন, প্রচার সম্পাদক মুহাম্মাদ তসলিম উদ্দিন রুবেল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এইচ এম লিয়াকত হোসাইন, মহসিন হাওলাদার, জাকির হোসেন, আবু সালাম, ইয়াদ আলী প্রমূখ।
.
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহীদদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

বাংলা ভাষাকে অপসাহিত্য ও অশ্লীলতা মুক্ত করতে হবে: মানসুর আহমদ সাকী 

Update Time : ০৪:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
মুহাম্মাদ তসলিম উদ্দিন রুবেল:
ভাষা শহীদদের রক্তের পবিত্রতা রক্ষায় বাংলা ভাষাকে অপসাহিত্য ও অশ্লীলতা মুক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকী।
.
তিনি বলেন, ৬৭ বছর পরও ভাষা আন্দোলনের সে চেতনার প্রতিফলন মাতৃভাষা বাংলার ব্যবহার সর্বস্তরে প্রতিষ্ঠা লাভ করেনি। মনে হচ্ছে বাংলা ভাষার প্রতি নতুন প্রজন্মের সেই ভালোবাসা নেই। হিন্দি সিনেমা ও সিরিয়াল দেখে শিশু থেকে বুড়োরা হিন্দি কথা বলতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। উচ্চবিত্তরা তাদের সন্তানদের ইংরেজি মাধ্যমে পড়ানোর প্রতি আগ্রহী হয়ে উঠছেন। এটিকে অনেকে এক ধরণের আভিজাত্য মনে করছেন। বাংলা ভাষার প্রতি এ জুলুম সত্যিই বড় নিষ্ঠুর। বাংলা ভাষার প্রতি এ অসদাচরণ বন্ধ করা এখন সময়ের দাবী। রাষ্ট্রকে এর দায় ও দায়িত্ব নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
.
তিনি আরও বলেন, মাতৃভাষা আল্লাহ তা’আলার মহান নেয়ামত। দ্বীনের প্রচারে মাতৃভাষায় বুৎপত্তি অর্জনের বিকল্প নেই। কারণ প্রত্যেক নবী-রাসূলকে নিজের মাতৃভাষায় আসমানি কিতাব প্রদান করা হয়েছে। বাংলা ভাষা আমাদের গর্ব। এই ভাষার জন্যেই এদেশের যুবকরা প্রাণ বিসর্জন দিয়েছিল। নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা পৃথিবীর অন্যতম ভাষার উচ্চতায় পৌঁছেছে। সুতরাং এই ভাষায় ইসলামী সাহিত্য এবং দাওয়াতের শ্রেষ্ঠ নমুনা স্থাপন করতে হবে।
.
আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) শাহবাগের আইএবি মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
.
নগর সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শওকত ওসমান, অর্থ সম্পাদক ক্বারী মুহাম্মাদ নাছির উদ্দীন, প্রচার সম্পাদক মুহাম্মাদ তসলিম উদ্দিন রুবেল, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক এইচ এম লিয়াকত হোসাইন, মহসিন হাওলাদার, জাকির হোসেন, আবু সালাম, ইয়াদ আলী প্রমূখ।
.
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহীদদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।