বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভোর রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টিই বাগড়া দেয় মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলায়। গতকাল আলোক স্বল্পতায় প্রথম দিন ৮.২ ওভার বাকি থাকতে শেষ হয়েছিল দিনের খেলা।

প্রতিকূল আবহাওয়ায় দিনের খেলা হওয়া নিয়ে তাই শঙ্কা বাড়ছে। খেলোয়াড়রা নির্ধারিত সময়ে মাঠে এলেও ড্রেসিংরুমে সময় পার করছেন। তবে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম।

আজ খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট আগে। তবে আগে শুরু হওয়া তো দূরে থাক, দ্বিতীয় দিন মাঠে গড়াতে পারেনি এক বলও। দ্বিতীয় দিন দুপুর ২টার কাছাকাছি সময়ে দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। ফলে তৃতীয় দিন সকাল ৯টা ১৫মিনিটে শুরু হবে খেলা। সর্বমোট খেলা হবে ৯৮ ওভার।

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৫ রান

Tag :

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত

Update Time : ০৬:১৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভোর রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টিই বাগড়া দেয় মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলায়। গতকাল আলোক স্বল্পতায় প্রথম দিন ৮.২ ওভার বাকি থাকতে শেষ হয়েছিল দিনের খেলা।

প্রতিকূল আবহাওয়ায় দিনের খেলা হওয়া নিয়ে তাই শঙ্কা বাড়ছে। খেলোয়াড়রা নির্ধারিত সময়ে মাঠে এলেও ড্রেসিংরুমে সময় পার করছেন। তবে ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম।

আজ খেলা শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট আগে। তবে আগে শুরু হওয়া তো দূরে থাক, দ্বিতীয় দিন মাঠে গড়াতে পারেনি এক বলও। দ্বিতীয় দিন দুপুর ২টার কাছাকাছি সময়ে দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা। ফলে তৃতীয় দিন সকাল ৯টা ১৫মিনিটে শুরু হবে খেলা। সর্বমোট খেলা হবে ৯৮ ওভার।

প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৫ রান