পুরুষ আমি নারীবাদী!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • / ২৬১ Time View

রাজীব আহমেদ খান:

আমি তোমার সমিপে কিভাবে কোন শব্দের প্র‍য়োগ করে কেমন করে ক্ষমা প্রার্থনা করবো নারী?

যে তোমরা প্রত্যেকদিন সংসারের যাঁতাকলে টিক কি কি ভাবে তোমাদের স্বপ্ন ইচ্ছে চাহিদাগুলো পিষ্ট করে নিহত করছো শুধুমাত্র পুরুষের সুখ-শান্তি সমৃদ্ধির তরে। এই পুরুষশাসিত সমাজে শুধুমাত্র মেয়ে হিসেবে মেয়ে হয়ে জন্মানোর কারনে তোমাদেরকে প্রত্যেকটা দিন ঠিক কতটা পিছিয়ে রেখেছে পুরুষ।

রাতে শুতে যাবার সময় কানে আসে পাশের বাড়ির বৌদির করুণ আর্তনাদ নারীবাদী ট্যাগ হওয়া ফেইসবুক পোস্টটায় লাভ রিয়েক্ট দিতে গিয়ে তোমার আর মনেই পড়ে না কয়েকদিন আগে বৌদি বলেছিলো প্রত্যেক মাসের বাধ্যতামূলক রক্তপাতের দিনগুলোতেও দাদার হাত থেকে তার নিস্তার মেলে না।

আমার ভীষণ জানতে ইচ্ছে করে প্রত্যেকদিন শরীর বিক্রি করে পেট চালানোর নারীদের অন্ধকার স্যাঁতস্যাঁতে গলিতে কি পুরুষ শাসিত নারীবাদী আমাদের আদিখ্যেতার রোদ্রটা পৌঁছায়? নাকি কাস্টমারদের চাহিদায় ভিড়ে ওসব ঠিক আসে না?

যেখানে এখনও তোমাদের হ্যা তোমাদের অনেক মেয়েদেরকেই ঔষধের দোকানে গিয়ে অপেক্ষা করতে হয় দোকান ফাঁকা হলে তবেই তোমরা ফিসফিস করে বলতে পারবে কাকু ৩৫ টাকার ওই ব্র্যান্ড টা দাও তো। যেখানে এখনও একজন অবিবাহিত মেয়ে যদি প্রেগনেন্সি টেস্ট কিট কিনতে যায় পুরুষ তো ছেড়ে দিলাম মহিলাদের ও এমন গোল গোল চোখের সম্মুখীন হতে হয় যেন তুমি নেপচুন থেকে আসা কোন এলিয়ন।

আসলে কি জানো তো তোমরা মেয়েরা পুরুষতান্ত্রিক সমাজে বড্ড পিছিয়ে আছো, কোন না কোন ভাবেই তোমাদেরকে বানানো হয়েছে সার্টিফাইড দাসী। যেখানে এখনও মেয়েরা ক্রিকেট খেললে তার আগে উল্লেখ করা হয় মহিলাদের ক্রিকেট বলে।

যেখানে এখনও কোন মেয়ে যদি বিশেষ কোন সম্মান পায় তাকে এই ভাবে উদ্দেশ্য করে জানানো হয় সে প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্বের অধিকারী। এই যে আমি পুরুষ ভীষণ নারীবাদী নারী অধিকার আদায়ের জন্য সোশ্যাল মিডিয়াতে একটা কুঁড়ি নাম্বারের রচনা ফেসবুকের ওয়ালে নামিয়ে দিয়ে ব্যাপক ভূমিকা রেখেছি অগ্রণী।

সেই আমি কিনা আবার সন্ধ্যের আড্ডায় হয়তো বন্ধুদেরকে উদ্দেশ্য করে কোন নারীকে ইঙ্গিত করে বলছি মালটা কে দেখ ভাই কি জিনিস একদম খাসা চিস। উফফ… ভাই একে যদি একবার পেতাম…..
এটাই কি তবে আমার নারীবাদী দৃষ্টিকোণ এই কি আমি ব্যাপক ঢাকঢোল পিটিয়ে সগৌরবে নারীত্বকে কুর্নিশ জানাচ্ছি…!!!””?

তাই তোমাকে বলছি নারী পুরুষ শাসিত সমাজের পুরুষ শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব
এবং তোমার কর্তৃত্ব গ্রহণ করার সময় হয়েছে নারী।

Tag :

Please Share This Post in Your Social Media

পুরুষ আমি নারীবাদী!

Update Time : ০৭:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১

রাজীব আহমেদ খান:

আমি তোমার সমিপে কিভাবে কোন শব্দের প্র‍য়োগ করে কেমন করে ক্ষমা প্রার্থনা করবো নারী?

যে তোমরা প্রত্যেকদিন সংসারের যাঁতাকলে টিক কি কি ভাবে তোমাদের স্বপ্ন ইচ্ছে চাহিদাগুলো পিষ্ট করে নিহত করছো শুধুমাত্র পুরুষের সুখ-শান্তি সমৃদ্ধির তরে। এই পুরুষশাসিত সমাজে শুধুমাত্র মেয়ে হিসেবে মেয়ে হয়ে জন্মানোর কারনে তোমাদেরকে প্রত্যেকটা দিন ঠিক কতটা পিছিয়ে রেখেছে পুরুষ।

রাতে শুতে যাবার সময় কানে আসে পাশের বাড়ির বৌদির করুণ আর্তনাদ নারীবাদী ট্যাগ হওয়া ফেইসবুক পোস্টটায় লাভ রিয়েক্ট দিতে গিয়ে তোমার আর মনেই পড়ে না কয়েকদিন আগে বৌদি বলেছিলো প্রত্যেক মাসের বাধ্যতামূলক রক্তপাতের দিনগুলোতেও দাদার হাত থেকে তার নিস্তার মেলে না।

আমার ভীষণ জানতে ইচ্ছে করে প্রত্যেকদিন শরীর বিক্রি করে পেট চালানোর নারীদের অন্ধকার স্যাঁতস্যাঁতে গলিতে কি পুরুষ শাসিত নারীবাদী আমাদের আদিখ্যেতার রোদ্রটা পৌঁছায়? নাকি কাস্টমারদের চাহিদায় ভিড়ে ওসব ঠিক আসে না?

যেখানে এখনও তোমাদের হ্যা তোমাদের অনেক মেয়েদেরকেই ঔষধের দোকানে গিয়ে অপেক্ষা করতে হয় দোকান ফাঁকা হলে তবেই তোমরা ফিসফিস করে বলতে পারবে কাকু ৩৫ টাকার ওই ব্র্যান্ড টা দাও তো। যেখানে এখনও একজন অবিবাহিত মেয়ে যদি প্রেগনেন্সি টেস্ট কিট কিনতে যায় পুরুষ তো ছেড়ে দিলাম মহিলাদের ও এমন গোল গোল চোখের সম্মুখীন হতে হয় যেন তুমি নেপচুন থেকে আসা কোন এলিয়ন।

আসলে কি জানো তো তোমরা মেয়েরা পুরুষতান্ত্রিক সমাজে বড্ড পিছিয়ে আছো, কোন না কোন ভাবেই তোমাদেরকে বানানো হয়েছে সার্টিফাইড দাসী। যেখানে এখনও মেয়েরা ক্রিকেট খেললে তার আগে উল্লেখ করা হয় মহিলাদের ক্রিকেট বলে।

যেখানে এখনও কোন মেয়ে যদি বিশেষ কোন সম্মান পায় তাকে এই ভাবে উদ্দেশ্য করে জানানো হয় সে প্রথম মহিলা হিসেবে এই কৃতিত্বের অধিকারী। এই যে আমি পুরুষ ভীষণ নারীবাদী নারী অধিকার আদায়ের জন্য সোশ্যাল মিডিয়াতে একটা কুঁড়ি নাম্বারের রচনা ফেসবুকের ওয়ালে নামিয়ে দিয়ে ব্যাপক ভূমিকা রেখেছি অগ্রণী।

সেই আমি কিনা আবার সন্ধ্যের আড্ডায় হয়তো বন্ধুদেরকে উদ্দেশ্য করে কোন নারীকে ইঙ্গিত করে বলছি মালটা কে দেখ ভাই কি জিনিস একদম খাসা চিস। উফফ… ভাই একে যদি একবার পেতাম…..
এটাই কি তবে আমার নারীবাদী দৃষ্টিকোণ এই কি আমি ব্যাপক ঢাকঢোল পিটিয়ে সগৌরবে নারীত্বকে কুর্নিশ জানাচ্ছি…!!!””?

তাই তোমাকে বলছি নারী পুরুষ শাসিত সমাজের পুরুষ শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব
এবং তোমার কর্তৃত্ব গ্রহণ করার সময় হয়েছে নারী।