ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট তো লাম আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
  • / 25

আন্তর্জাতিক ডেস্ক

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন তো লাম। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি গত সপ্তাহে লামকে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে মনোনীত করার পর দেশটির পার্লামেন্ট সাবেক এই জননিরাপত্তা মন্ত্রীকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। রাষ্ট্রপ্রধানের পদে লামই ছিলেন একমাত্র প্রার্থী।

জননিরাপত্তা মন্ত্রী হিসেবে লাম (৬৬) দেশটির দুর্নীতিবিরোধী অভিযান ‘জ্বলন্ত চুল্লি’ এর নেতৃত্ব দিয়ে আলোচিত এবং সমালোচিত হয়েছিলেন। দেশটিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি উৎপাটনের লক্ষ্যে পরিচালিত হয়েছিল অভিযান ‘জ্বলন্ত চুল্লি’। তবে সমালোচকরা এই অভিযানকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমনের উপায় হিসেবেও চিহ্নিত করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ‘দৃঢ় ও অবিচলভাবে’ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন লাম।

জাবালিয়া-রাফাতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী
ভিয়েতনামের প্রেসিডেন্টের আনেকাংশেই ভূমিকা আনুষ্ঠানিক। দেশটির শীর্ষ চারটি রাজনৈতিক পদের বাকিগুলো হলো- কমিউনিস্ট পার্টি প্রধান, প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকার। এদের মধ্যে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধানের পদটি দেশটির শীর্ষ পদ। এদিকে, ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির বর্তমান প্রধান নগুয়েন ফু ট্রং বয়সের কারণে পদ ছেড়ে দিতে পারেন বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে লাম পার্টি প্রধানের পদপ্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট তো লাম আন্তর্জাতিক ডেস্ক

Update Time : ০৭:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট হলেন তো লাম। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি গত সপ্তাহে লামকে প্রেসিডেন্ট পদের প্রার্থী হিসেবে মনোনীত করার পর দেশটির পার্লামেন্ট সাবেক এই জননিরাপত্তা মন্ত্রীকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। রাষ্ট্রপ্রধানের পদে লামই ছিলেন একমাত্র প্রার্থী।

জননিরাপত্তা মন্ত্রী হিসেবে লাম (৬৬) দেশটির দুর্নীতিবিরোধী অভিযান ‘জ্বলন্ত চুল্লি’ এর নেতৃত্ব দিয়ে আলোচিত এবং সমালোচিত হয়েছিলেন। দেশটিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া দুর্নীতি উৎপাটনের লক্ষ্যে পরিচালিত হয়েছিল অভিযান ‘জ্বলন্ত চুল্লি’। তবে সমালোচকরা এই অভিযানকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের দমনের উপায় হিসেবেও চিহ্নিত করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ‘দৃঢ় ও অবিচলভাবে’ দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন লাম।

জাবালিয়া-রাফাতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী
ভিয়েতনামের প্রেসিডেন্টের আনেকাংশেই ভূমিকা আনুষ্ঠানিক। দেশটির শীর্ষ চারটি রাজনৈতিক পদের বাকিগুলো হলো- কমিউনিস্ট পার্টি প্রধান, প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকার। এদের মধ্যে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধানের পদটি দেশটির শীর্ষ পদ। এদিকে, ২০২৬ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির বর্তমান প্রধান নগুয়েন ফু ট্রং বয়সের কারণে পদ ছেড়ে দিতে পারেন বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে লাম পার্টি প্রধানের পদপ্রার্থী হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।