পরীমণির নানাভাই আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৪৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • / ৮৪ Time View

চিত্রনায়িকা পরী মণির নানাভাই শামসুল হক গাজী মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১১ মিনিটে মারা যান তিনি।

পরিচালক চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি তার পোস্টে লিখেছেন, আমাদের শ্রদ্ধেয় নানুভাই.. পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে ২৪ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমনি নানুভাইকে নিয়ে এখন তার নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে। সবাই পরীর জন্যে, পরীর নানুভাইর জন্যে দোয়া/প্রার্থনা করবেন, যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়।

খুলনা থেকে নোবেলের কাছে যেভাবে এলেন আরশি
চয়নিকা আরও লিখেছেন, আহা! নানুভাই আপনাকে কোনদিন ভুলবো না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।

নানাভাই অসুস্থ থাকার কারণে এ বছর নিজের জন্মদিনও পালন করেননি পরী। তিনি সাংবাদিকদের বলেন, নানুভাই অসুস্থ, হাসপাতালে ভর্তি। আর আমি প্রতি বছরই নানার হাত ধরেই একসঙ্গে কেক কাটি। আপনারা জানেন, আমার নানু আমার জন্য কী। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার আগের মতো জন্মদিনটি পালন করতে পারছি না।

Tag :

Please Share This Post in Your Social Media

পরীমণির নানাভাই আর নেই

Update Time : ১১:৪৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

চিত্রনায়িকা পরী মণির নানাভাই শামসুল হক গাজী মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১১ মিনিটে মারা যান তিনি।

পরিচালক চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি তার পোস্টে লিখেছেন, আমাদের শ্রদ্ধেয় নানুভাই.. পরীমণির প্রিয় নানুভাই রাত ২টা ১১ মিনিটে ২৪ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমনি নানুভাইকে নিয়ে এখন তার নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে। সবাই পরীর জন্যে, পরীর নানুভাইর জন্যে দোয়া/প্রার্থনা করবেন, যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়।

খুলনা থেকে নোবেলের কাছে যেভাবে এলেন আরশি
চয়নিকা আরও লিখেছেন, আহা! নানুভাই আপনাকে কোনদিন ভুলবো না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।

নানাভাই অসুস্থ থাকার কারণে এ বছর নিজের জন্মদিনও পালন করেননি পরী। তিনি সাংবাদিকদের বলেন, নানুভাই অসুস্থ, হাসপাতালে ভর্তি। আর আমি প্রতি বছরই নানার হাত ধরেই একসঙ্গে কেক কাটি। আপনারা জানেন, আমার নানু আমার জন্য কী। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার আগের মতো জন্মদিনটি পালন করতে পারছি না।