নীলফামারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • / ১৮৭ Time View

মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নীলফামারী জেলার জলঢাকা ও কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মে) বিকালে উপজেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় জলঢাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইসতিয়াক ভূইয়া, জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন রুবেল প্রমুখ।

অপরদিকে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম এর সভাপতিত্বে কিশোরগঞ্জ স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারি পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন বাবুল, সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ ,নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাবুল হোসেন, কিশোরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম প্রমুখ।

শারীরিক ও মানসিক বিকাশে ফুটবল খেলার নানা গুরত্বপুর্ণ দিক তুলে ধরে অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এই খেলায় শুধু বালক অনুর্ধ-১৭ খেলোয়াড়গন সুযোগ পাবে। প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে দল ফুটবল খেলায় অংশ গ্রহণ করবে।

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

Update Time : ১০:০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১

মশিয়ার রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নীলফামারী জেলার জলঢাকা ও কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মে) বিকালে উপজেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় জলঢাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল।

উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইসতিয়াক ভূইয়া, জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শহিদ হোসেন রুবেল প্রমুখ।

অপরদিকে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম এর সভাপতিত্বে কিশোরগঞ্জ স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারি পাইলট, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন বাবুল, সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ ,নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাবুল হোসেন, কিশোরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম প্রমুখ।

শারীরিক ও মানসিক বিকাশে ফুটবল খেলার নানা গুরত্বপুর্ণ দিক তুলে ধরে অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এই খেলায় শুধু বালক অনুর্ধ-১৭ খেলোয়াড়গন সুযোগ পাবে। প্রতিটি ইউনিয়ন থেকে একটি করে দল ফুটবল খেলায় অংশ গ্রহণ করবে।