নওগাঁর রাণীনগরে নারীর হাত-পা মুখ বেঁধে বসতবাড়িতে ডাকাতি, মালামাল উদ্ধার গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৬:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩৩৯ Time View

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে নারীর হাত-পা মুখ বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রেখে এক বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার গহেলাপুর হিন্দুপাড়া গ্রামে প্রণব সাহা টগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে স্বর্ণলংঙ্কার, নগদ টাকা, পিতলের তৈরি একটি মূর্তিসহ বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় রাণীনগর থানা পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মালামাল উদ্ধারসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ছোড়া ও একটি চার্জার ভ্যানসহ ৯ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গহেলাপুর মধ্যপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে মমিন মন্ডল ওরফে ইদুন (২৬), গহেলাপুর কবিরাজপাড়া গ্রামের জলিলের ছেলে মাসুদ রানা (২৮), পশ্চিম গোবিন্দপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে জাকির হোসেন জেমস (৩৫), বিষ্ণপুর গ্রামের মৃত শামচাঁনের ছেলে ইমদাদুল ওরফে স্বপন (৩২), বিষ্ণপুর গ্রামের জামালের ছেলে মুনছুর মন্ডল (৩২), পশ্চিম চকবলরাম গ্রামের রাজ্জাকের ছেলে ইমদাদুল হক বুলেট (২৭), পূর্ব বালুভরা গ্রামের মিলনের ছেলে হাফিজুল ওরফে হ্যাপি (২৬), গহেলাপুর নিশ্চিন্দাকুড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩২) ও গহেলাপুর হিন্দুপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সরন আলী (২২)।

জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির মালিক প্রণব সাহা টগর গহেলাপুর বাজারে ছিলেন। আর তার স্ত্রী বাড়িতে একাই ছিল। এই সুযোগে ৮-৯ জন ডাকাত দলের সদস্যরা মুখে গামছা বেঁধে প্রণব সাহা টগরের বসতবাড়ির গেটের প্রাচীরটপকে বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর টগরের স্ত্রীকে তারা কসটেপ দিয়ে মুখ বেঁধে এবং গামছা দিয়ে হাত-পা বেঁধে রেখে দেশীয় ধারালো অস্ত্র ছোড়ার মুখে জিম্মি করে মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়িতে লুটপাট চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নগদ ২৬ হাজার টাকা, ৬ আনা স্বর্ণের গহনা, পিতলের তৈরি ছোট একটি মূর্তিসহ বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি। এরপর ডাকাতদের সনাক্ত করতে পুলিশ অভিযানে নামে। শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছেন।

ওসি আরও জানান, এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ছোড়া ও একটি চার্জার ভ্যান উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রণব সাহা টগর বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গ্রেফতার ৯ জনকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

নওগাঁর রাণীনগরে নারীর হাত-পা মুখ বেঁধে বসতবাড়িতে ডাকাতি, মালামাল উদ্ধার গ্রেফতার ৯

Update Time : ০৬:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

মোঃ আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে নারীর হাত-পা মুখ বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রেখে এক বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার গহেলাপুর হিন্দুপাড়া গ্রামে প্রণব সাহা টগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে স্বর্ণলংঙ্কার, নগদ টাকা, পিতলের তৈরি একটি মূর্তিসহ বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় রাণীনগর থানা পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মালামাল উদ্ধারসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ছোড়া ও একটি চার্জার ভ্যানসহ ৯ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গহেলাপুর মধ্যপাড়া গ্রামের মোজাম্মেলের ছেলে মমিন মন্ডল ওরফে ইদুন (২৬), গহেলাপুর কবিরাজপাড়া গ্রামের জলিলের ছেলে মাসুদ রানা (২৮), পশ্চিম গোবিন্দপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে জাকির হোসেন জেমস (৩৫), বিষ্ণপুর গ্রামের মৃত শামচাঁনের ছেলে ইমদাদুল ওরফে স্বপন (৩২), বিষ্ণপুর গ্রামের জামালের ছেলে মুনছুর মন্ডল (৩২), পশ্চিম চকবলরাম গ্রামের রাজ্জাকের ছেলে ইমদাদুল হক বুলেট (২৭), পূর্ব বালুভরা গ্রামের মিলনের ছেলে হাফিজুল ওরফে হ্যাপি (২৬), গহেলাপুর নিশ্চিন্দাকুড়ি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩২) ও গহেলাপুর হিন্দুপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সরন আলী (২২)।

জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে বাড়ির মালিক প্রণব সাহা টগর গহেলাপুর বাজারে ছিলেন। আর তার স্ত্রী বাড়িতে একাই ছিল। এই সুযোগে ৮-৯ জন ডাকাত দলের সদস্যরা মুখে গামছা বেঁধে প্রণব সাহা টগরের বসতবাড়ির গেটের প্রাচীরটপকে বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর টগরের স্ত্রীকে তারা কসটেপ দিয়ে মুখ বেঁধে এবং গামছা দিয়ে হাত-পা বেঁধে রেখে দেশীয় ধারালো অস্ত্র ছোড়ার মুখে জিম্মি করে মেরে ফেলার ভয় দেখিয়ে বাড়িতে লুটপাট চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নগদ ২৬ হাজার টাকা, ৬ আনা স্বর্ণের গহনা, পিতলের তৈরি ছোট একটি মূর্তিসহ বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি। এরপর ডাকাতদের সনাক্ত করতে পুলিশ অভিযানে নামে। শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছেন।

ওসি আরও জানান, এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ছোড়া ও একটি চার্জার ভ্যান উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রণব সাহা টগর বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গ্রেফতার ৯ জনকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।