দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৫:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
  • / ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। সুপার ফোরের টিকিট পেতে রশীদদের হারাতেই হবে সাকিবদের। সেই লক্ষ্যে আফগানদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংস উদ্বোধন করতে নেমেই দলকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন নাঈম-মিরাজের ওপেনিং জুটি। তবে তিন রানের মধ্যে দুই উইকেট হারিয়ে সেই সূচনা অনেকটাই মিইয়ে গেছে।

রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৬০ রান তুলে ফেলে নাঈম ও মিরাজ। তবে প্রথম পাওয়ার প্লের শেষ বলে মুজিব উর রহমানের গুগলিতে বোল্ড হন নাঈম শেখ। সবাইকে অবাক করে তিনে নামা তাওহিদ হৃদয় গুলবাদিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত (১৩) ও মেহেদী মিরাজ (২৬)।

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছে অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন এবং পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশের একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেপকিপার), শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রেহমান ও ফজল হক ফারুকি।

Tag :

Please Share This Post in Your Social Media

দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

Update Time : ০৫:১০:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। সুপার ফোরের টিকিট পেতে রশীদদের হারাতেই হবে সাকিবদের। সেই লক্ষ্যে আফগানদের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংস উদ্বোধন করতে নেমেই দলকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন নাঈম-মিরাজের ওপেনিং জুটি। তবে তিন রানের মধ্যে দুই উইকেট হারিয়ে সেই সূচনা অনেকটাই মিইয়ে গেছে।

রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৬০ রান তুলে ফেলে নাঈম ও মিরাজ। তবে প্রথম পাওয়ার প্লের শেষ বলে মুজিব উর রহমানের গুগলিতে বোল্ড হন নাঈম শেখ। সবাইকে অবাক করে তিনে নামা তাওহিদ হৃদয় গুলবাদিনের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত (১৩) ও মেহেদী মিরাজ (২৬)।

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছে অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম, অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। তাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মিডলঅর্ডার ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন এবং পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশের একাদশ : মোহাম্মদ নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেপকিপার), শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব-উর-রেহমান ও ফজল হক ফারুকি।