ঠাকুরগাঁওয়ে ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • / ১৩৩ Time View

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে গত সোমবার (১৮ এপ্রিল) রাতে সাড়ে ১৭ কেজি ৬৩৫ গ্রাম রুপাসহ মিজানুর রহমান (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এদিন রাত ১০ টায় পৌরশহরের চৌরাস্তা থেকে রুপা এন্টারপ্রাইজ নামের একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মিজানুর মানিকগঞ্জের সাংড়াইল থানার গোবিন্দন গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। তার নামে চোরাচালানির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি ঢাকায় রুপা পাচার হচ্ছে। এর পরপরই শহরের সবকটি পয়েন্টে পুলিশ পাহাড়া জোরদার করা হয়। রুপা এন্টারপ্রাইজের একটি কোচ ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এলে তল্লাশি চালানো হয়। এ সময় মিজানুর রহমান নামের ওই ব্যক্তির একটি কাপড়ের ব্যাগ থেকে ৮ লাখ টাকা ও ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রুপা নিয়ে ঢাকায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও সোনা-রুপা চোরাচালানের অভিযোগে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। এনিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

ঠাকুরগাঁওয়ে ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপাসহ যুবক গ্রেফতার

Update Time : ০৯:২৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে গত সোমবার (১৮ এপ্রিল) রাতে সাড়ে ১৭ কেজি ৬৩৫ গ্রাম রুপাসহ মিজানুর রহমান (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এদিন রাত ১০ টায় পৌরশহরের চৌরাস্তা থেকে রুপা এন্টারপ্রাইজ নামের একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মিজানুর মানিকগঞ্জের সাংড়াইল থানার গোবিন্দন গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। তার নামে চোরাচালানির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে আমরা জানতে পারি ঢাকায় রুপা পাচার হচ্ছে। এর পরপরই শহরের সবকটি পয়েন্টে পুলিশ পাহাড়া জোরদার করা হয়। রুপা এন্টারপ্রাইজের একটি কোচ ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এলে তল্লাশি চালানো হয়। এ সময় মিজানুর রহমান নামের ওই ব্যক্তির একটি কাপড়ের ব্যাগ থেকে ৮ লাখ টাকা ও ১৭ কেজি ৬৩৪ গ্রাম রুপা জব্দ করা হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর রুপা নিয়ে ঢাকায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও সোনা-রুপা চোরাচালানের অভিযোগে বিভিন্ন থানায় মামলাও রয়েছে। এনিয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।