টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • / ১২১ Time View

স্পোর্টস ডেস্কঃ 

দক্ষিণ আফ্রিকায় গত ২০ বছরে স্বাগতিকদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচ খেলে জয়ের সঙ্গে পরিচয় ছিল না বাংলাদেশের। দীর্ঘ অপেক্ষার পালা শেষে অধরা সেই স্বাদ পায় শুক্রবার। বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। সেই লক্ষ্যে রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডেতে নামবে টাইগাররা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে তিন বিভাগেই দারুণ পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দেয় তামিম ইকবালের দল। সিরিজের জয়ের মিশনে এ ম্যাচে টাইগার একাদশে পরিবর্তন না থাকার সম্ভাবনাই বেশি। উইনিং কম্বিনেশন না ভেঙে আগের ম্যাচের একাদশই মাঠে নামাবে সফরকারী শিবির।

জোহানসবার্গের এই ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ড রীতিমত ব্যাটিং স্বর্গ। একদিনের ক্রিকেটে চারশ’ ছাড়ানো সংগ্রহ আছে ৩টি। তিনশ’ ছাড়ানো ইনিংস আছে সাকুল্য ১৯টি। তবে স্পিনারদের জন্য সহায়ক হতে পারে ওয়ান্ডারার্সের উইকেটের চরিত্র।

প্রথম ওয়ানডেতে জয়ের পর মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ‘দেশের মতো বিদেশের মাটিতেও এখন জিততে চান সিরিজ, এমনকি বিশ্বকাপও।’

প্রথম ম্যাচে শেষ দিকে দারুণ বোলিংয়ে দলের জয়ে বড় অবদান রাখা মিরাজ শনিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বললেন, তাদের স্বপ্ন এখন অনেক বড়।

“স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি, বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি।”

মিরাজ বলেন, “এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।”

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

Tag :

Please Share This Post in Your Social Media

টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি

Update Time : ০৯:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২

স্পোর্টস ডেস্কঃ 

দক্ষিণ আফ্রিকায় গত ২০ বছরে স্বাগতিকদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ১৯ ম্যাচ খেলে জয়ের সঙ্গে পরিচয় ছিল না বাংলাদেশের। দীর্ঘ অপেক্ষার পালা শেষে অধরা সেই স্বাদ পায় শুক্রবার। বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি। সেই লক্ষ্যে রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডেতে নামবে টাইগাররা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ওয়ানডেতে তিন বিভাগেই দারুণ পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে দেয় তামিম ইকবালের দল। সিরিজের জয়ের মিশনে এ ম্যাচে টাইগার একাদশে পরিবর্তন না থাকার সম্ভাবনাই বেশি। উইনিং কম্বিনেশন না ভেঙে আগের ম্যাচের একাদশই মাঠে নামাবে সফরকারী শিবির।

জোহানসবার্গের এই ওয়ান্ডারার্স ক্রিকেট গ্রাউন্ড রীতিমত ব্যাটিং স্বর্গ। একদিনের ক্রিকেটে চারশ’ ছাড়ানো সংগ্রহ আছে ৩টি। তিনশ’ ছাড়ানো ইনিংস আছে সাকুল্য ১৯টি। তবে স্পিনারদের জন্য সহায়ক হতে পারে ওয়ান্ডারার্সের উইকেটের চরিত্র।

প্রথম ওয়ানডেতে জয়ের পর মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, ‘দেশের মতো বিদেশের মাটিতেও এখন জিততে চান সিরিজ, এমনকি বিশ্বকাপও।’

প্রথম ম্যাচে শেষ দিকে দারুণ বোলিংয়ে দলের জয়ে বড় অবদান রাখা মিরাজ শনিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বললেন, তাদের স্বপ্ন এখন অনেক বড়।

“স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি, বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই। আমাদের তেমনই চিন্তা-ভাবনা, আমরা কীভাবে বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন হতে পারি এবং দেশের বাইরে সিরিজ জিততে পারি।”

মিরাজ বলেন, “এখন আমরা সেভাবেই পরিকল্পনা করছি এবং প্রক্রিয়া অনুসরণ করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলে জয় অর্জন করতে পারি।”

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।