টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • / ৭৮ Time View

টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এদিকে চোটের শঙ্কা কাটিয়ে মূল একাদশে আছেন স্পিনার নাইম হাসান।

আজ মঙ্গলবার সকালে মিরপুর জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে টস করতে নামেন দুই অধিনায়ক।

বিশ্বকাপে হতাশার শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দারুণ জয় পয়েছে টাইগাররা। সাদা পোষাকে কিউইদের বিপক্ষে ইতিহাস গড়া এই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন বাংলাদেশ দল।

সিলেটের মতো মিরপুরেও নাজমুল হাসান শান্তর হাত ধরে আরও একটি ইতিহাস লিখতে চায় হাথুরুর দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোষাকে প্রথমবারের মতো সিরিজ জিততে সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে মুখিয়ে আছে মুমিনুল-মিরাজরা।

বাংলাদেশ এই ম্যাচেও এক পেসার নিয়েই মাঠে নামছে। সিলেট টেস্টের দলটাকেই দেখা যাবে মিরপুরে। তবে নিউজিল্যান্ডের একাদশে রয়েছে একটি পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে মিচেল স্যান্টনারকে নেয়া হয়েছে।

এদিকে সিলেট টেস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে মিরপুরে জয়ে ধারায় ফেরার লক্ষ্যেই মাঠে নামছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরীফুল ইসলাম ও শাহাদাত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ
টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেল মিচেল, টম ব্ল্যান্ডেল, গ্লেন ফিলিপস, কাইলি জেমিসন, মিচেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক) ও এজাজ প্যাটেল।

Tag :

Please Share This Post in Your Social Media

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Update Time : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এদিকে চোটের শঙ্কা কাটিয়ে মূল একাদশে আছেন স্পিনার নাইম হাসান।

আজ মঙ্গলবার সকালে মিরপুর জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে টস করতে নামেন দুই অধিনায়ক।

বিশ্বকাপে হতাশার শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দারুণ জয় পয়েছে টাইগাররা। সাদা পোষাকে কিউইদের বিপক্ষে ইতিহাস গড়া এই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন বাংলাদেশ দল।

সিলেটের মতো মিরপুরেও নাজমুল হাসান শান্তর হাত ধরে আরও একটি ইতিহাস লিখতে চায় হাথুরুর দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোষাকে প্রথমবারের মতো সিরিজ জিততে সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে মুখিয়ে আছে মুমিনুল-মিরাজরা।

বাংলাদেশ এই ম্যাচেও এক পেসার নিয়েই মাঠে নামছে। সিলেট টেস্টের দলটাকেই দেখা যাবে মিরপুরে। তবে নিউজিল্যান্ডের একাদশে রয়েছে একটি পরিবর্তন। ইশ সোধির পরিবর্তে মিচেল স্যান্টনারকে নেয়া হয়েছে।

এদিকে সিলেট টেস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে মিরপুরে জয়ে ধারায় ফেরার লক্ষ্যেই মাঠে নামছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরীফুল ইসলাম ও শাহাদাত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ
টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারেল মিচেল, টম ব্ল্যান্ডেল, গ্লেন ফিলিপস, কাইলি জেমিসন, মিচেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক) ও এজাজ প্যাটেল।