জ্যাকুলিন কাব্য’র ৩য় বই ‘মানুষ মূলত মেঘের মতন’

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ১৪১ Time View

রেজা শাহীন:
কদিন পরেই শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৪। প্রতি বছর মেলায় প্রকাশিত হয় অসংখ্য বই। বই লেখার দিক থেকে বরাবরই এগিয়ে থাকে তরুণ লেখকরা, এবারও তার ব্যতিক্রম ঘটবে না।

এবারের বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক জ্যাকুলিন কাব্য’র বই ‘মানুষ মূলত মেঘের মতন।’ বইটি প্রকাশিত হবে পূর্বা প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন জনপ্রিয় প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। বইটিতে প্রায় ৬০ কবিতা থাকবে। এটি লেখকের ৩য় কাব্যগ্রন্থ। জ্যাকুলিন কাব্য তার বইয়ের গ্রন্থস্বত্ব দিয়েছেন তার বাবা জয়নুল আবেদীন স্বপনকে।
এর আগে এই তরুণ লেখকের দুইটি বই প্রকাশিত হয়েছে। ‘কাব্যজয়’ ও ‘প্রণয়ের দেবতা’ দুইটি বই পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় এই লেখক তার ৩য় কাব্যগ্রন্থের ঘোষণা দিয়েছেন।

জ্যাকুলিন কাব্য পড়াশোনার পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। সাহিত্যচর্চা ও সাহিত্যের প্রসারে তিনি নিরলস কাজ করে চলেছেন। হাস্যজ্বল এই লেখিকাকে তার তৃতীয়বারের মতো নতুন বই প্রকাশ নিয়ে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ”৩য় বই প্রকাশ পাওয়া অবশ্যই যেকোনো লেখকের জন্য আনন্দের। লেখক হিসেবে আমার স্বপ্ন বইয়ের সাথে মানুষের সম্পর্ক আরও দৃঢ় হোক। কবিতার মতো সুন্দর হোক মানুষের জীবন।”

Tag :

Please Share This Post in Your Social Media

জ্যাকুলিন কাব্য’র ৩য় বই ‘মানুষ মূলত মেঘের মতন’

Update Time : ০৮:৪৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

রেজা শাহীন:
কদিন পরেই শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৪। প্রতি বছর মেলায় প্রকাশিত হয় অসংখ্য বই। বই লেখার দিক থেকে বরাবরই এগিয়ে থাকে তরুণ লেখকরা, এবারও তার ব্যতিক্রম ঘটবে না।

এবারের বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে তরুণ লেখক জ্যাকুলিন কাব্য’র বই ‘মানুষ মূলত মেঘের মতন।’ বইটি প্রকাশিত হবে পূর্বা প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন জনপ্রিয় প্রচ্ছদশিল্পী চারু পিন্টু। বইটিতে প্রায় ৬০ কবিতা থাকবে। এটি লেখকের ৩য় কাব্যগ্রন্থ। জ্যাকুলিন কাব্য তার বইয়ের গ্রন্থস্বত্ব দিয়েছেন তার বাবা জয়নুল আবেদীন স্বপনকে।
এর আগে এই তরুণ লেখকের দুইটি বই প্রকাশিত হয়েছে। ‘কাব্যজয়’ ও ‘প্রণয়ের দেবতা’ দুইটি বই পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সাফল্যের ধারাবাহিকতায় এই লেখক তার ৩য় কাব্যগ্রন্থের ঘোষণা দিয়েছেন।

জ্যাকুলিন কাব্য পড়াশোনার পাশাপাশি নিয়মিত লেখালেখি করছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। সাহিত্যচর্চা ও সাহিত্যের প্রসারে তিনি নিরলস কাজ করে চলেছেন। হাস্যজ্বল এই লেখিকাকে তার তৃতীয়বারের মতো নতুন বই প্রকাশ নিয়ে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ”৩য় বই প্রকাশ পাওয়া অবশ্যই যেকোনো লেখকের জন্য আনন্দের। লেখক হিসেবে আমার স্বপ্ন বইয়ের সাথে মানুষের সম্পর্ক আরও দৃঢ় হোক। কবিতার মতো সুন্দর হোক মানুষের জীবন।”