জুনিয়র সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৭:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১২ Time View

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ ক্রিকেটের মধ্যেই ভুটানে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ। নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের কাছে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল।

শনিবার (২ সেপ্টেম্বর) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশের যুবারা।

বাফুফের এলিট একাডেমির ফুটবলারদের নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলটি গড়া হয়েছে। এক সঙ্গে অনুশীলন করায় ভারতের যুবাদের বিপক্ষে দলীয় বোঝাপড়া ভালো থাকলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র তে শেষ করে দুদল।

বিরতি থেকে ফিরে বাংলাদেশের রক্ষণে আক্রমণের গতি বাড়ায় ভারত যুবারা। ম্যাচের ৭২ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে ফ্রিকিক পায় ভারত। ভাগ্য ভালো থাকায় ক্রসবারে লেগে ফেরত আসে বল। তবে কয়েক মিনিটি পরেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ভারত। বাংলাদেশি ডিফেন্ডারদের ভুলের সুবাদে বল জালে জড়ায় ভারতের ফরোয়ার্ড।

ম্যাচের শেষ দশ মিনিট ভারতের রক্ষণে বারবার আক্রমণ চালায় বাংলাদেশ। অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটে দুই দুটি কর্নার পেলেও গোলের দেখা পায়নি লাল-সবুজের যুবারা।

আগামী ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নেপালের যুবাদের বিপক্ষে পয়েন্ট পেতেই হবে বাংলাদেশের। এর পাশাপাশি ভারত-নেপাল ম্যাচে ভারতের জয় কামনা করতে হবে যুবাদের।

Tag :

Please Share This Post in Your Social Media

জুনিয়র সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

Update Time : ০৭:২১:২৪ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপ ক্রিকেটের মধ্যেই ভুটানে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ। নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের কাছে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল।

শনিবার (২ সেপ্টেম্বর) ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশের যুবারা।

বাফুফের এলিট একাডেমির ফুটবলারদের নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলটি গড়া হয়েছে। এক সঙ্গে অনুশীলন করায় ভারতের যুবাদের বিপক্ষে দলীয় বোঝাপড়া ভালো থাকলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র তে শেষ করে দুদল।

বিরতি থেকে ফিরে বাংলাদেশের রক্ষণে আক্রমণের গতি বাড়ায় ভারত যুবারা। ম্যাচের ৭২ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে ফ্রিকিক পায় ভারত। ভাগ্য ভালো থাকায় ক্রসবারে লেগে ফেরত আসে বল। তবে কয়েক মিনিটি পরেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ভারত। বাংলাদেশি ডিফেন্ডারদের ভুলের সুবাদে বল জালে জড়ায় ভারতের ফরোয়ার্ড।

ম্যাচের শেষ দশ মিনিট ভারতের রক্ষণে বারবার আক্রমণ চালায় বাংলাদেশ। অতিরিক্ত সময়ের পাঁচ মিনিটে দুই দুটি কর্নার পেলেও গোলের দেখা পায়নি লাল-সবুজের যুবারা।

আগামী ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নেপালের যুবাদের বিপক্ষে পয়েন্ট পেতেই হবে বাংলাদেশের। এর পাশাপাশি ভারত-নেপাল ম্যাচে ভারতের জয় কামনা করতে হবে যুবাদের।