জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মুখিয়ে সাকিব!

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৯:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
  • / ১৫৭ Time View

স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য অবদান রাখতে মুখিয়ে আছেন সাকিব।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো সময় পার করেন সাকিব। তুলে নেন ব্যাক-টু-ব্যাক হাফ-সেঞ্চুরিও। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে এখন পর্যন্ত দুই অঙ্কের কোটাই স্পর্শ করতে পারেননি অধিনায়ক। নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রান করে আউট হন তিনি।

শ্রীরামের মতে, দল ঘুরে দাঁড়াতে সাকিবের পারফরমেন্স গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়াটাই ভালো করতে অনুপ্রাণিত করবে সাকিবকে।

শ্রীরাম বলেন, ‘সে মাত্রই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার মার্কে ফিরেছে। নিউজিল্যান্ডে দুর্দান্ত একটি সিরিজ কাটিয়েছে এবং সেখানে তার দু’টি গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। আমার মনে হয়, ওই সময় তার জন্য এটি সঠিক শট ছিল। কারণ লেগ-স্পিনারের জন্য ছোট বাউন্ডারি ছিলো। ১০০টির মধ্যে ৯৯ বার আপনি ছয় মারতে পারবেন। যদি সেটা ছয় হয়ে যেত, এমনকি শেষ ম্যাচে রিভিউ না নেয়াটা দুর্ভাগ্যজনক ছিলো। লেগ-স্ট্যাম্পের বাইরে বল পিচ করেছিল।’

টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট আরও বলেন, ‘সাকিবের মত একজন দুর্দান্ত খেলোয়াড়ের সাথে দু’টি দুর্ভাগ্যজনক ডিসমিসালের জন্য আপনি কী করবেন? আমি মনে করি, সে এখানে লড়াই করার জন্য প্রস্তুত।’

এদিকে, ব্রিসবেনের উইকেট নিয়ে শ্রীরাম বলেন যে, গতি এবং বাউন্সের কারণে ব্রিসবেনের গাব্বায় ভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবে।

তিনি বলেন, ‘সাদা চোখে গাব্বার উইকেটটি সাধারণ মানের। তবে এখানের ভালো গতি, বাউন্সের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। হয়তো প্রথম দিকে কিছুটা মুভমেন্ট থাকবে। কিন্তু আমি মনে করি, খুব ভালো ব্যাটিং উইকেট, দ্রুত গতির আউটফিল্ড, শটে রান থাকবে। এখানে শট খেলার মূল্য পাবেন ব্যাটাররা। সুযোগ বুঝে বলকে ফাঁকা জায়গায় প্লেস করতে হবে। এতে একটা ভালো ও হাই-স্কোরিং ম্যাচ হবে। হতে পারে ১৬০-১৭০ স্কোরের ম্যাচ হবে।’

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হলো- বড় হিটার না হওয়া সত্ত্বেও ছক্কা মারার চেষ্টা চালিয়ে যাওয়া। তাই তাদের নিজেদের পরিবর্তন করা উচিত এবং তদের এখন স্মার্ট হওয়া উচিত।

ব্যাটারদের এখন কীভাবে সেই বিষয়গুলো কাজে লাগানো উচিত, শনিবার সেটাও জানিয়েছেন শ্রীরাম। তিনি বলেন, ‘মাঠের আকৃতি সম্পর্কে আপনি জানতে পেরেছেন। উপমহাদেশে খেলার জন্য এটি বেশ ভিন্ন বা নিউজিল্যান্ডের মতো কিছু জায়গায় খেলার থেকেও বেশ আলাদা। অস্ট্রেলিয়াতেও চ্যালেঞ্জ থাকছে। আমরা প্রথম সংবাদ সম্মেলনে মাঠের আকৃতি নিয়ে কথা বলেছিলাম।’

রোববার গাব্বায় বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

Tag :

Please Share This Post in Your Social Media

জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মুখিয়ে সাকিব!

Update Time : ০৯:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য অবদান রাখতে মুখিয়ে আছেন সাকিব।

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো সময় পার করেন সাকিব। তুলে নেন ব্যাক-টু-ব্যাক হাফ-সেঞ্চুরিও। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে এখন পর্যন্ত দুই অঙ্কের কোটাই স্পর্শ করতে পারেননি অধিনায়ক। নেদারল্যান্ডসের বিপক্ষে ৭ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রান করে আউট হন তিনি।

শ্রীরামের মতে, দল ঘুরে দাঁড়াতে সাকিবের পারফরমেন্স গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়াটাই ভালো করতে অনুপ্রাণিত করবে সাকিবকে।

শ্রীরাম বলেন, ‘সে মাত্রই বিশ্বের এক নম্বর অলরাউন্ডার মার্কে ফিরেছে। নিউজিল্যান্ডে দুর্দান্ত একটি সিরিজ কাটিয়েছে এবং সেখানে তার দু’টি গুরুত্বপূর্ণ ইনিংস ছিল। আমার মনে হয়, ওই সময় তার জন্য এটি সঠিক শট ছিল। কারণ লেগ-স্পিনারের জন্য ছোট বাউন্ডারি ছিলো। ১০০টির মধ্যে ৯৯ বার আপনি ছয় মারতে পারবেন। যদি সেটা ছয় হয়ে যেত, এমনকি শেষ ম্যাচে রিভিউ না নেয়াটা দুর্ভাগ্যজনক ছিলো। লেগ-স্ট্যাম্পের বাইরে বল পিচ করেছিল।’

টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট আরও বলেন, ‘সাকিবের মত একজন দুর্দান্ত খেলোয়াড়ের সাথে দু’টি দুর্ভাগ্যজনক ডিসমিসালের জন্য আপনি কী করবেন? আমি মনে করি, সে এখানে লড়াই করার জন্য প্রস্তুত।’

এদিকে, ব্রিসবেনের উইকেট নিয়ে শ্রীরাম বলেন যে, গতি এবং বাউন্সের কারণে ব্রিসবেনের গাব্বায় ভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকবে।

তিনি বলেন, ‘সাদা চোখে গাব্বার উইকেটটি সাধারণ মানের। তবে এখানের ভালো গতি, বাউন্সের সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। হয়তো প্রথম দিকে কিছুটা মুভমেন্ট থাকবে। কিন্তু আমি মনে করি, খুব ভালো ব্যাটিং উইকেট, দ্রুত গতির আউটফিল্ড, শটে রান থাকবে। এখানে শট খেলার মূল্য পাবেন ব্যাটাররা। সুযোগ বুঝে বলকে ফাঁকা জায়গায় প্লেস করতে হবে। এতে একটা ভালো ও হাই-স্কোরিং ম্যাচ হবে। হতে পারে ১৬০-১৭০ স্কোরের ম্যাচ হবে।’

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছিলেন, দক্ষিণ আফ্রিকার কাছে হারের কারণ হলো- বড় হিটার না হওয়া সত্ত্বেও ছক্কা মারার চেষ্টা চালিয়ে যাওয়া। তাই তাদের নিজেদের পরিবর্তন করা উচিত এবং তদের এখন স্মার্ট হওয়া উচিত।

ব্যাটারদের এখন কীভাবে সেই বিষয়গুলো কাজে লাগানো উচিত, শনিবার সেটাও জানিয়েছেন শ্রীরাম। তিনি বলেন, ‘মাঠের আকৃতি সম্পর্কে আপনি জানতে পেরেছেন। উপমহাদেশে খেলার জন্য এটি বেশ ভিন্ন বা নিউজিল্যান্ডের মতো কিছু জায়গায় খেলার থেকেও বেশ আলাদা। অস্ট্রেলিয়াতেও চ্যালেঞ্জ থাকছে। আমরা প্রথম সংবাদ সম্মেলনে মাঠের আকৃতি নিয়ে কথা বলেছিলাম।’

রোববার গাব্বায় বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।