চৌহালীতে ভূমিহীন ও গৃহহীন ৬টি পরিবার পেল স্বপ্নের ঘর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১২:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • / ১৪৪ Time View

মোঃ ইমরুল হাসান চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আশ্রয়ণ প্রকল্প -২ উদ্বোধন করা হয়েছে। তৃতীয় মেয়াদে চৌহালীতে ৬ জন ভূমিহীন ও গৃহহীন কে এই ঘর প্রদান করা হয়। সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলোকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার জন্য শেখ হাসিনা সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

সমাজের মূলধারার মানুষের সাথে জলবায়ু উদ্বাস্তু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, ভিক্ষুক, বেদে, দলিত, হরিজনসহ সমাজের পিছিয়ে পড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষের জন্যও জমিসহ ঘর প্রদান করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক উন্নয়নের মূল ধারায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

১৯৯৭ সালে প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত শুধুমাত্র আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ব্যারাক, ফ্ল্যাট, বিভিন্ন প্রকার ঘর ও মুজিববর্ষের একক গৃহে মোট ৫ লক্ষ ৭ হাজার ২৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। একটি গৃহ কীভাবে সামগ্রিক পারিবারিক কল্যাণে এবং সামাজিক উন্নয়নের প্রধান হাতিয়ার হতে পারে তার অনন্য দৃষ্টান্ত ‘আশ্রয়ণ প্রকল্প’।

আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় মেয়াদে সারা বাংলাদেশে মোট ২৬,২২৯ জন ভূমি ও গৃহহীন কে এই ঘরের চাবি প্রদান করা হয় অপর পক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে ৬ জন ভূমি ও গৃহহীন কে ঘরের চাবি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হযরত আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ হারুন -অর-রশীদ, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, শিক্ষা অফিসার আরিফ সরকার, উপজেলা ইন্জিনিয়ার মোঃ সাখাওয়াত হোসেন সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

চৌহালীতে ভূমিহীন ও গৃহহীন ৬টি পরিবার পেল স্বপ্নের ঘর

Update Time : ১২:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

মোঃ ইমরুল হাসান চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় আশ্রয়ণ প্রকল্প -২ উদ্বোধন করা হয়েছে। তৃতীয় মেয়াদে চৌহালীতে ৬ জন ভূমিহীন ও গৃহহীন কে এই ঘর প্রদান করা হয়। সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলোকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার জন্য শেখ হাসিনা সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।

সমাজের মূলধারার মানুষের সাথে জলবায়ু উদ্বাস্তু, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, ভিক্ষুক, বেদে, দলিত, হরিজনসহ সমাজের পিছিয়ে পড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষের জন্যও জমিসহ ঘর প্রদান করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করার মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক উন্নয়নের মূল ধারায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

১৯৯৭ সালে প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত শুধুমাত্র আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ব্যারাক, ফ্ল্যাট, বিভিন্ন প্রকার ঘর ও মুজিববর্ষের একক গৃহে মোট ৫ লক্ষ ৭ হাজার ২৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। একটি গৃহ কীভাবে সামগ্রিক পারিবারিক কল্যাণে এবং সামাজিক উন্নয়নের প্রধান হাতিয়ার হতে পারে তার অনন্য দৃষ্টান্ত ‘আশ্রয়ণ প্রকল্প’।

আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় মেয়াদে সারা বাংলাদেশে মোট ২৬,২২৯ জন ভূমি ও গৃহহীন কে এই ঘরের চাবি প্রদান করা হয় অপর পক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে ৬ জন ভূমি ও গৃহহীন কে ঘরের চাবি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ হযরত আলী মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, চৌহালী থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ হারুন -অর-রশীদ, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, শিক্ষা অফিসার আরিফ সরকার, উপজেলা ইন্জিনিয়ার মোঃ সাখাওয়াত হোসেন সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ।