চাঙ্গা বিক্রির প্রত্যাশা করছে গোপ্রো

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০৮:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • / ১২৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

বিশ্বজুড়ে চিপ ও সরবরাহ চেইনে সংকটের কারণে শঙ্কা ভর করলেও ছুটির মৌসুমে গোপ্রোর বিক্রিতে তেমন প্রভাব পড়বে না। ব্যাপক চাহিদার ওপর দাঁড়িয়ে সাম্প্রতিক সময়ের মধ্যে সেরা বছর কাটাতে যাচ্ছে বলে আশা করছে অ্যাকশন ক্যামেরা কোম্পানিটি। খবর দ্য ভার্জ।

গোপ্রোর সিইও নিক উডম্যান জানান, সরবরাহ সংকটে বিভিন্ন শিল্পে প্রভাব পড়লেও চতুর্থ প্রান্তিকে আমরা তা মোকাবেলা করতে পারব বলে আশা রাখছি। ছুটির মৌসুমের কথা মাথায় রেখে আমরা চিপ ও উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানের সরবরাহ নিশ্চিতে আগে থেকেই কাজ করে যাচ্ছি। গোপ্রোর নতুন হিরো ১০ ব্ল্যাক অ্যাকশন ক্যামেরাটি ৪৯৯ ডলারে বিক্রি হলেও বাজারে বেশ ভালো অবস্থানে রয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি আরো জানায়, তৃতীয় প্রান্তিকে তারা যে আট লাখ অ্যাকশন ক্যামেরা বিক্রি করেছে তার ৮৩ শতাংশেরই দাম ছিল ৩০০ ডলারের বেশি। ওই প্রান্তিকে গোপ্রোর প্রতি ইউনিট ক্যামেরার গড় দাম ছিল ৩৮১ ডলার, যা গত বছরের চেয়ে ২৫ শতাংশ বেশি। সব মিলিয়ে ২০১৭ পরবর্তী সেরা তৃতীয় প্রান্তিক পার করল গোপ্রো। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গোপ্রোর আয় হয়েছে ৩১ কোটি ৭০ লাখ ডলার এবং মুনাফা হয়েছে ৪ কোটি ৯০ লাখ ডলার।

প্রতিবারই ছুটির মৌসুমের চতুর্থ প্রান্তিকে সবচেয়ে চাঙ্গা আয় করে গোপ্রো। এবারো তার ব্যতিক্রম হবে না বলে মনে করেন সিইও নিক উডম্যান।

Tag :

Please Share This Post in Your Social Media

চাঙ্গা বিক্রির প্রত্যাশা করছে গোপ্রো

Update Time : ০৮:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ 

বিশ্বজুড়ে চিপ ও সরবরাহ চেইনে সংকটের কারণে শঙ্কা ভর করলেও ছুটির মৌসুমে গোপ্রোর বিক্রিতে তেমন প্রভাব পড়বে না। ব্যাপক চাহিদার ওপর দাঁড়িয়ে সাম্প্রতিক সময়ের মধ্যে সেরা বছর কাটাতে যাচ্ছে বলে আশা করছে অ্যাকশন ক্যামেরা কোম্পানিটি। খবর দ্য ভার্জ।

গোপ্রোর সিইও নিক উডম্যান জানান, সরবরাহ সংকটে বিভিন্ন শিল্পে প্রভাব পড়লেও চতুর্থ প্রান্তিকে আমরা তা মোকাবেলা করতে পারব বলে আশা রাখছি। ছুটির মৌসুমের কথা মাথায় রেখে আমরা চিপ ও উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠানের সরবরাহ নিশ্চিতে আগে থেকেই কাজ করে যাচ্ছি। গোপ্রোর নতুন হিরো ১০ ব্ল্যাক অ্যাকশন ক্যামেরাটি ৪৯৯ ডলারে বিক্রি হলেও বাজারে বেশ ভালো অবস্থানে রয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি আরো জানায়, তৃতীয় প্রান্তিকে তারা যে আট লাখ অ্যাকশন ক্যামেরা বিক্রি করেছে তার ৮৩ শতাংশেরই দাম ছিল ৩০০ ডলারের বেশি। ওই প্রান্তিকে গোপ্রোর প্রতি ইউনিট ক্যামেরার গড় দাম ছিল ৩৮১ ডলার, যা গত বছরের চেয়ে ২৫ শতাংশ বেশি। সব মিলিয়ে ২০১৭ পরবর্তী সেরা তৃতীয় প্রান্তিক পার করল গোপ্রো। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গোপ্রোর আয় হয়েছে ৩১ কোটি ৭০ লাখ ডলার এবং মুনাফা হয়েছে ৪ কোটি ৯০ লাখ ডলার।

প্রতিবারই ছুটির মৌসুমের চতুর্থ প্রান্তিকে সবচেয়ে চাঙ্গা আয় করে গোপ্রো। এবারো তার ব্যতিক্রম হবে না বলে মনে করেন সিইও নিক উডম্যান।