চন্দ্রিমা উদ্যানে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আমিনুল গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • / ১৫৩ Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এতে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক গুলিবিদ্ধ হন।

জানা যায়, সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে চন্দ্রিমা উদ্যানে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।

এ সময় উদ্যানের গেট বন্ধ এবং মাজারে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ।

বিএনপি নেতাকর্মীরা জানান অকারণে পুলিশ টিয়ারসেল ও গুলি চালিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

চন্দ্রিমা উদ্যানে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আমিনুল গুলিবিদ্ধ

Update Time : ১১:৩৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে এ ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এতে নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক গুলিবিদ্ধ হন।

জানা যায়, সকাল ১১টায় পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে চন্দ্রিমা উদ্যানে আসতে থাকেন বিএনপি নেতাকর্মীরা।

এ সময় উদ্যানের গেট বন্ধ এবং মাজারে অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। সেই সঙ্গে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় বিএনপি নেতাকর্মীদের।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করেছে পুলিশ।

বিএনপি নেতাকর্মীরা জানান অকারণে পুলিশ টিয়ারসেল ও গুলি চালিয়েছে।